বাংলায় মিড ডে (Mid-day meal) মিলে চার হাজার কোটি টাকা চুরি করেছে TMC,বিস্ফোরক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
বাংলায় মিড ডে (Mid-day meal) মিলে চার হাজার কোটি টাকা চুরি হয়েছে। সোমবার সংসদে এই অভিযোগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) । লোকসভায় তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তৃণমূল সাংসদদের নিশানা করে বলেন, তৃণমূলের লোকেরা গরিবদের জন্য কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা লুট করছেন। শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের ডজন খানেক নেতা মন্ত্রী দুর্নীতির দায়ে জেলে রয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের মিড ডে (Mid day meal) মিলে দুর্নীতির অভিযোগ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) বলেন, পিএম পোষণ যোজনা, মিড ডে (Mid day meal) মিলে ওঁরা সরকারি কোষাগারের চার হাজার কোটি টাকা তছরূপ করেছেন। তৃণমূল সরকারকে সতর্ক করা হয়েছিলো,তারপরও তারা চুরি করেছে।তাই কেন্দ্রীয় সরকার সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দিয়েছে। সত্য সামনে আসবে। ওঁদের ভয় লাগছে এ বার শীর্ষস্তরের নেতারা জেলে যাবেন। তাই সভায় গন্ডগোল করে অধিবেশনের সময় নষ্ট করছেন। পশ্চিমবঙ্গ সরকার নিজেদের দেশের আইনের ঊর্ধ্বে ভাবে বলে অভিযোগ করেন ধর্মেন্দ্র।
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর কৃষ্ণনগরে বিজেপির সভা শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, মিড ডে (Mid day meal)মিলে সিবিআই(CBI) তদন্ত হচ্ছে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে তখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। ২৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার বলেছিলেন, মিড ডে (Mid day meal) মিল নিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর অনিয়ম দেখা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের পরিদর্শক দল কয়েক বার এসেছে এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে। তাই শিক্ষা মন্ত্রক বাধ্য হয়েছে এ বিষয়ে সিবিআই তদন্তের সুপারিশ করে চিঠি লিখতে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) লোকসভায় দাঁড়িয়ে কি বলেছিলেন দেখুন ভিডিওটি–