গ্রেফতারি এড়াতে রাজনীতি থেকে দূরে সরে যেতে চাচ্ছেন অভিষেক!বিস্ফোরক নওশাদ সিদ্দিকী !
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য় করলেন নওশাদ সিদ্দিকি। ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকি বেশ কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু বেশি মন্তব্য করছেন। সম্প্রতি সরাসরি জানিয়েছেন যে, তিনি ডায়মন্ড হারবারে অভিষেকের বিপরীতে লোকসভায় প্রার্থী হতে চান। সরাসরি জানিয়েছেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী লোকসভায় হারিয়ে প্রাক্তন সাংসদ করে দেবেন। এরপর আবার মিডিয়ার সামনে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি অভিষেককে নিয়ে মন্তব্য করলেন। তিনি বলেন যে, রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন ক্রমশ অভিষেক।
বিধানসভায় এক সংবাদ সম্মেলনে ISF বিধায়ক নওশাদ বলেন,৩ রাজ্যে বিজেপি ভোটে জেতায় মমতা ব্যানার্জী খুব খুশি।ওনার মনে এখন লাড্ডু ফুটছে।কারণ বিজেপির ভয় দেখিয়ে,CAA-NRC র ভয় দেখিয়ে মুসলিম ভোট লুট করবে আবার।কিন্তু উনি ভুলে গেছেন মুসলিমরা এবার ওনার কোথায় আর বোকা হবে না। ভাঙড়ের মানুষ আজ তা দেখিয়ে দিয়েছে।
এদিকে ডায়মন্ড হারবারে আসন্ন লোকসভা ভোট দাঁড়াবেন কিনা,সাংবাদিকদের এই প্রশ্নে নওশাদ সিদ্দিকী বলেন,আমি তো চাই ডায়মন্ড হারবারে দাঁড়াতে,এবার আমার দলের সিদ্বান্ত কি হয় সেটা বিবেচনা করে জানাবো।
অন্যদিকে অভিষেক ব্যানার্জী যে গ্রেফতারের ভয়ে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন ক্রমশ,এই বিস্ফোরক মন্তব্য করলেন নওশাদ সিদ্দিকী।তিনি বলেন অভিষেক ব্যানার্জীর নাম তৃণমূলের বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়ে আছে,যা তদন্তকারী সংস্থার তদন্তে বেরিয়ে আসছে।তাই যেকোনো সময় উনি গ্রেফতার হয়ে যেতে পারেন,তাই রাজনীতি থেকে দূরে সরে গ্রেফতারী এড়াতে চাচ্ছেন উনি।
এখন সবাই তাকিয়ে এরপরে অভিষেক পাল্টা কী বলেন সেই দিকে। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।