পুরুষের যৌনাঙ্গের স্বাস্থ্য দেখভালের ৪ কায়দা, রইল বিশেষ টিপস
দেখতে ভালো হলেই সেটা সুপারহিট! পুরুষের যৌনাঙ্গের ক্ষেত্রেও এ ব্যাপারটা কিন্তু একশো শতাংশ সত্য। অনেক নারীর কাছে পুরুষাঙ্গর আকার খুবই গুরুত্বপূর্ণ।এক সমীক্ষায় জানা গিয়েছিল, মেয়েরা নাকি মাঝারি মাপের পুরুষাঙ্গর চাইতে , দৈর্ঘ্যে লম্বা পুরুষাঙ্গকেই পছন্দ করে । বেশিরভাগ মেয়েদের যৌন-উদ্দীপনায় আগুন দেয় লম্বা পুরুষাঙ্গই।
যৌন বিশেষজ্ঞরা মনে করেন, নারীদের যৌনতৃপ্তির ক্ষেত্রেও, পুরুষের যৌনাঙ্গের মাপ খুবই গুরুত্ব পায়। কীভাবে সহজ কয়েকটি কায়দায় আপনার মাঝারি মাপের পুরুষাঙ্গকেই পছন্দসই মাপের দেখানো যায়,জেনে নিন
প্রতি দুসপ্তাহে অন্তত একবার আপনার পুরুষাঙ্গের কেশ ট্রিম করুন। প্রয়োজনে একেবারে পরিষ্কার করে দিন । এতে আপনার পুরুষাঙ্গের সাইজ আগের তুলনায় বড়ে দেখাবে। তবে ট্রিম করার সময় নরম জায়গায় যেন আঘাত না লাগে সে ক্ষেত্রে সতর্ক তাকতে হবে।
ফিট থাকলেই আপনি হিট। ওজন কম রাখুন । অর্থাৎ নিজেকে ফিট রাখুন। ভুড়ি বাড়লেই আপনার পুরুষাঙ্গের মাপে প্রভাব পড়বে। ভুরির আড়ালে পুরুষাঙ্গ চলে গেলেই বিপদ। এতে আপনার যৌনাঙ্গ ছোট দেখাবে। তাই ভুরি যাতে না হয় সেজন্য রোজ এক্সারসাইজ করুন।
মাঝে মাঝেই হস্তমৈথুন করুন। যৌনতার কথা চিন্তা করে, পরখ করে নিন আপনার লিঙ্গ উত্থান হচ্ছে তো । যৌনাঙ্গে যত রক্ত চলাচল বাড়বে, ততই পুরুষাঙ্গের স্বাস্থ্য ভালো থাকবে।
দুশ্চিন্তা রাখুন কন্ট্রোলে। কেননা,দুশ্চিন্তা যদি থাকে আপনার হাতের মুঠোয়, তাহলে শরীর থাকবে ঝরঝরে । বিশেষজ্ঞরা বলছেন, দুশ্চিন্তা কিন্তু আপনার পুরুষাঙ্গের মাপেও প্রভাব ফেলে। যৌনতাতেও ভাটা আনতে পারে দুশ্চিন্তা। তাই মন থাকুক পরিছন্ন । তাহলেই যৌনতায় জমবে খেলা।