জ্যাকেটের ভিতরে নেই অন্তর্বাস, ফের খোলামেলা পোশাকে রাইমা!
নিজেকে অনেকদিন গুটিয়ে রেখেছিলেন রাইমা সেন। তবে মুন মুন কন্যা আবার দাপিয়ে বেড়ানোর জন্য গ্ল্যামার জগতে নেমে পড়লেন।
চুটিয়ে ফটোশুট করছেন অভিনেত্রী রাইমা সেন । সেই ছবি নিয়মিত আপলোড করছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। এবার নীল জ্যাকেট পরে ছবি পোস্ট করেছেন মুনমুনকন্যা। যার ভিতরে কোনও অন্তর্বাস পরেননি। উন্মুক্ত বক্ষবিভাজিকা এভাবেই নেটদুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন রাইমা।