বর্তমানে নেটমাধ্যমের জনপ্রিয় তারকা মডেল মেরি ম্যাগডালিন(Mary Magdalene)বলেছেন তাঁর চেহারা ও দেহের ঘটনা নিয়ে আপত্তি থাকায় তাঁকে বিমান থেকে নেমে যেতে বাধ্য করা হয়েছে। প্রসঙ্গত, মেরি প্লাস্টিক সার্জারি করাতে ভালোবাসেন । তিনি প্রচুর সার্জারি করিয়ে শরীরে নানা বদল এনেছেন। বর্তমানে তাঁর স্তনের ওজন প্রায় ১০ কেজি!
মেরি ম্যাগডালিন কানাডার টরোন্টো থেকে আমেরিকার ডালাস যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন । তার পরনে ছিল স্পোর্টস ব্রা ও লেগিংস। তাঁর বলেছেন ,স্পোর্টস ব্রায়ে তাঁর ১০ কেজি ওজনের বৃহৎ স্তন দেখে আপত্তিকর লেগেছিল বিমান সংস্থার। বিমান ছাড়ার আগে বিমানসেবিকার নির্দেশ না শুনে কানে কেন হেডফোন লাগিয়ে বসেছিলেন মেরি, সেই অজুহাতে তাঁকে নেমে যেতে বলা হয়েছে বিমান থেকে। যদিও মেরি নিশ্চিত করে বলেছেন , তাঁরা শারীরিক অবয়বের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিমান কতৃপক্ষ !
মেরি ম্যাগডালিন ইনস্টাগ্রামে ঘটনাটি জানিয়ে পোস্ট করেন। পাশাপাশি তিনি এও জানান ,কারও চেহারার জন্য বৈষম্যমূলক আচরণ অত্যন্ত অপমানজনক। তিনি লেখেন, ‘ছোট স্তনের কোনও মেয়ে যদি লেগিংস আর স্পোর্টস ব্রা পরে থাকত, তা হলে তার সঙ্গেএরকম ঘটনা হত না হয়ত ’।
এই ঘটনায় তিনি খুবই অপমানিত হয়েছেন বিধায় বিমান সংস্থার বিরুদ্ধে মামলা করবেন। যদিও মেরি ম্যাগডালিন বিমান সংস্থার নাম তিনি উল্লেখ করেননি।