ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা। পুলিশের উপস্থিতিতেই ঘটল তাণ্ডব। ভাঙচুর করা হল কলকাতা পুলিশের গাড়ি, পোড়ানো হল মোটরবাইক।
নয়া ওয়াকফ আইন বাতিলের দাবিতে গত কয়েক দিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদ। প্রতিবাদ-মিছিল হয়েছে কলকাতায়। সোমবারও কলকাতার রামলীলা ময়দানে হয়েছে প্রতিবাদ কর্মসূচি। আইএসএফ কর্মীদের দাবি, তাঁরা সেই কর্মসূচিতে যোগ দিতে্ যাচ্ছিলেন । সেখানে ভাঙড়, মিনাখাঁ এবং সন্দেশখালির আইএসএফ কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন। কিন্তু বাসন্তী হাইওয়ের উপর বৈরামপুরের কাছে তাঁদের গাড়ি আটকে দেয় পুলিশ। এরপর ক্ষোভে ফেটে পড়ে রাস্তা অবরোধ করেন আইএসএ কর্মীরা। ঘটনার জেরে সোমবার দুপুরে উত্তেজনা ছড়ায় ভাঙড়ের শোনপুরে।
- আরো পড়ুন —মমতার হিন্দুশূন্য করার চক্রান্তে প্রাণ হাতে করে পালাচ্ছে হিন্দুরা !বিস্ফোরক শুভেন্দু অধিকারী !
স্থানীয় সূত্রের বরাতে জানা গিয়েছে যে, পুলিশের অন্তত পাঁচটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ইট ছুঁড়ে ভেঙে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের গাড়ির কাঁচ । পুলিশ প্রিজ়ন ভ্যানে ভাঙচুর চালানোর পর সেটিকে রাস্তায় উ্টে ফেলা হয়েছে।
প্রসঙ্গত, সকালে ভাঙড়ের ভোজেরহাটে তিন রাস্তার মোড় গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছিল পুলিশ। বাধা পেয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন আইএসএফ কর্মীরা। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয় এবং তাঁরা গার্ডরেল ভাঙার চেষ্টা করেন। এরপর সেখানেই আই এসএফ কর্মীরা পথ অবরোধ শুরু করেন।
অবরোধের কারণে কলকাতা-দক্ষিণ ২৪ পরগনা সংযোগকারী বাসন্তী হাইওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ মাইকিং করে বিক্ষোভীদের রাস্তা খালি করার অনুরোধ জানায়। তবে বিক্ষোভকারীরা সরে যাননি। বরং সময়ের সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।