তৃণমূলের সিনিয়র নেতাদের কি পৃথিবী থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা নিয়েছে তৃণমূলের একাংশ? এর ধারাবাহিকতায় কি গাড়িতে হামলা করে সিনিয়র তৃণমূল বিধায়ককে হত্যার চেষ্টা দুষ্কৃতীদের?
তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে হামলার অভিযোগে একজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের সূত্রে জানা গেছে, বাকিদের সন্ধানেও তল্লাশি চলছে। তল্লাশি চলছে পার্শ্ববর্তী রাজ্য বিহার ও ঝাড়খণ্ডেও।
শনিবার রাতে মালদহ-মানিকচক রাজ্য সড়কে বিধায়ক সাবিত্রীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, ধরমপুরের কাছে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি বিধায়কের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বিধায়কের গাড়ির চালক কোনো মতে সেই সংঘর্ষ এড়িয়ে যান। আরও অভিযোগ, পরে সন্দেহজনক গাড়িটি ফের ঘুরে এসে পিছন দিক থেকে সাবিত্রির গাড়িকে ধাওয়া করতে করে। এই ঘটন ভীত হন বিধায়ক শেষমেশ একটি জনবহুল এলাকায় নিজের গাড়ি দাঁড় করিয়ে মানিকচক থানা এবং মিলকি পুলিশ ফাঁড়িতে খবর দেন তিনি।
ওই ঘটনার তদন্তে নেমে রবিবার দুপুরে এক দ্কৃতীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের গাড়িটি এখনও উদ্ধার করা যায়নি। সেটির খোঁজে তল্লাশি চলছে মালদহ এবং পার্শ্ববর্তী দুই দিনাজপুরে। বিহার ও ঝাড়খণ্ডেও দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, ‘‘গত চার-পাঁচ দিন ধরে আমার গতিবিধির উপর নজর রাখছিল দুষ্কৃতী দল। যারা এই কাজ করেছে, তারা মালদহের নয় এবং তাদের বয়সও অল্প। তাদের মুখে মাফলার ছিল। যে গাড়িটি ধাক্কা মারে, সেটিতে প্রচুর ধুলো ছিল, ফলে স্পষ্টভাবে বোঝা যায়নি। এটি একটি পাঁচ আসনের গাড়ি ছিল।’’