বিনা প্রমাণে চোর বলে অভিযোগ! এইবার বিরোধীদের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমও ছাড় পাবে না। যে সব সংবাদমাধ্যম বিনা প্রমাণে বিজেপি নেতাদের ‘বাণী’ প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেবেন মমতা। শ্রীরামপুরের এক সভা থেকে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।
শ্রীরামপুরের সভা থেকে মমতা বলেন, “আমার নামে কোনো প্রমাণ নেই, কোনো তথ্য নেই, তবু আমাকে চোর বলা হয়েছে! জীবনে কখনো কারও কাছ থেকে এক কাপ চা পর্যন্ত নেইনি, আর আমাকে চোর বলা হচ্ছে! প্রতিদিন বলা হচ্ছে তৃণমূল চুরি করেছে। কোথায় চুরি করেছে, কার পকেট থেকে চুরি করেছে তা জিজ্ঞেস করুন।”
মুখ্যমন্ত্রী বলেন, “আমি কোর্টে যাব এবং মানহানির মামলা করব। এবার আমি ছাড়ব না। আমি কঠোর পদক্ষেপ নেব। প্রতিদিন সংবাদপত্র মিথ্যা খবর ছাপছে।” তিনি বহু সংবাদমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর সতর্কবাণী, “প্রতিদিন সংবাদপত্রে অসত্য বলা হচ্ছে! আমি নিজে মামলা করছি। যে সংবাদপত্রগুলো প্রকাশক বা প্রচারক ছাড়া অর্থ পাচ্ছে, তারা মিথ্যা ছাপছে।”
মমতা স্মরণ করিয়ে দেন যে তিনি সাতবার সাংসদ হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীত্বও পালন করেছেন, এবং তিনি রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী। তিনি এক টাকা বেতনও গ্রহণ করেন না। সত্ত্বেও তাঁর নামে সিবিআই (CBI) মামলা হয়েছে। এরপর তিনি হুঁশিয়ারির সুরে বলেন, “যে দিন আমি ওদের গাছে বেঁধে ভালো করে আদর করতে পারব, সে দিন ওরা মিথ্যা বলার মূল্য বুঝতে পারবে।”