১২ বছর পর আবারও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের দখলে। রবিবার রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডকে হারানোর সাথে সাথেই দেশজুড়ে উৎসব শুরু হয়েছে। ভারতীয় দলের এই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করেছে ভারত। রোহিত শর্মা অধিনায়কের দায়িত্বশীল ইনিংস খেলেছেন। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ২৫১ রান সংগ্রহ করে। এক ওভার বাকি থাকতেই ভারত জয়লাভ করে। এর আগে, ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। এদিন রবীন্দ্র জাডেজার ব্যাট থেকে বিজয়ী রান আসার পরই সমগ্র দেশে উৎসব শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর মতো ভারতের ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের এক্স হ্যান্ডলে রোহিত ছবি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানান। এই জয় ইতিহাস রচনা করল বলে লেখেন শাহ।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য রোহিতদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতীয়দের জন্য গর্বের মুহর্ত হিসেবে বর্ণনা করেছেন তিনি।