‘দাঙ্গাবাজদের এমন অবস্থা করতাম চোদ্দো গুষ্টি দাঙ্গা করার চিন্তা ভুলে যেত.’,বাংলায় রামনবমীর হিংসা নিয়ে হুঙ্কার যোগী আদিত্যনাথের !
বাংলায় ভোট প্রচারে এসে যোগী আদিত্যনাথ দাঙ্গার মদতদাতা তৃণমূল সরকারকে তুলোধুনো করেন। তিনি উল্টে দিয়ে ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। বহরমপুরের বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল সাহার সমর্থনে শক্তিপুরের প্রতাপ সংঘের মাঠে তিনি একটি সভা করেন। সেখানে তিনি প্রশ্ন তোলেন, “রামনবমীর হিংসায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না কেন? বাংলায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না কেন?” এরপর তিনি হুঁশিয়ারি দেন, “উত্তরপ্রদেশে থাকলে উল্টে দিয়ে ঝুলিয়ে দিতাম। এমন অবস্থা করতাম, যাতে ৭ প্রজন্ম দাঙ্গা করতে ভুলে যেত।”
শক্তিপুরে ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘সোনার বাংলা’ গড়ার আহ্বান জানান। তিনি বলেন, “বিজেপিকে ভোট দিয়ে সোনার বাংলা গড়তে হবে, যেমন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ইউপি মার্গ দর্শন পাচ্ছে। পুরো দেশে একই স্বর। ১৫১ সিটে ভোট হয়ে গেছে, ৪ জুনে ফলাফল আসবে। পুরো দেশে ৪০০ পার হবে। রাম ছাড়া ভারতীয় জীবনে কিছু হয় না।” তিনি আরও বলেন, “রাজ্যে মোদীর যোজনা পাঠালে তৃণমূল কার্যকর হতে দেয় না। উত্তরপ্রদেশে দুর্গাপুজো হয়, কিন্তু রামনবমী বা নবরাত্রিতে দাঙ্গা হয় না। বাংলায় দাঙ্গা কেন হল, সরকারকে প্রশ্ন করতে চাই। দাঙ্গাবাজদের বিরুদ্ধে সরকার কেন কাজ করল না? উত্তরপ্রদেশে এমন হলে উলটো করে টাঙিয়ে দেওয়া হত, যাতে সাত প্রজন্ম দাঙ্গা ভুলে যেত।”
“সোনার বাংলা গড়তে চাইলে মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার আনুন,” বলেন যোগী আদিত্যনাথ । তিনি আরও বলেন “বিজেপি নিরাপত্তা এবং সম্প্রীতির গ্যারান্টি দেয়। সন্দেশখালিতে অপরাধীদের বিচার করার দায়িত্ব বিজেপি নেবে। শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলার সন্তান, তাঁর স্বপ্ন পূরণে বিজেপিকে সমর্থন করুন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সোনার বাংলা গড়ুন, যে কাজ কংগ্রেস বা তৃণমূল করতে পারেনি, বিজেপি করবে। যেমন অযোধ্যায় ৫০০ বছর পর রামমন্দির নির্মাণ হয়েছে, মোদীর প্রচেষ্টায়। বাংলায় বিজেপি জিতলে, সন্দেশখালির দাঙ্গাবাজ ও অপরাধীদের শাস্তি হবে।” বহরমপুরের সভা শেষে বীরভূমের সিউড়িতে নির্বাচনী প্রচারে যোগ দেন যোগী, সেখানেও বিজেপিকে জেতানোর আহ্বান জানান এবং রামনবমীর হিংসা নিয়ে সতর্ক করেন।