৭৬তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের অন্যতম অসামরিক এই সম্মানের তালিকায় দেখা গেল একাধিক বাঙালির নাম। সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, নৃত্যশিল্পী মমতা শংকর, সাহিত্যিক নগেন্দ্রনাথ রায়সহ বাংলার মোট ৯ জন এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন
শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পদ্মশ্রী প্রাপকদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন মোট ৭ জন। পদ্মভূষণ সম্মান পাচ্ছেন ১৯ জন এবং পদ্মশ্রী পাচ্ছেন ১৩১ জন। এই ১৩১ জনের তালিকায় রয়েছেন গানের সুরে গোটা ভারতের হৃদয়ে জায়গা করে নেওয়া বাংলার ছেলে অরিজিৎ সিং। তালিকায় রয়েছেন নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শংকর। এছাড়া হাবড়ার বাসিন্দা প্রবাদপ্রতিম ঢাক শিল্পী গোকুলচন্দ্র দাস। সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন নগেন্দ্রনাথ রায়। দেশের অন্যতম সম্মানের এই পুরস্কার পাচ্ছেন সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার।
এছাড়াও বাংলা থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন জিন্দাল। সমাজকল্যাণমূলকের জন্য পদ্মশ্রী পাচ্ছেন বিনায়ক লোহানি। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে বঙ্গ রাজনীতিতে একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে উঠে আসা স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজকে পদ্মশ্রী সম্মান দিচ্ছে কেন্দ্র।
এছাড়াও জাপানের ওসামু সুজুকি এবং বিহারের শারদা সিনহা পদ্মবিভূষণ পাচ্ছেন। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি এবং হকি তারকা পিআর শ্রিজেশসহ ১৯ জন পদ্মভূষণ পেয়েছেন। পাশাপাশি শতায়ু স্বাধীনতা সংগ্রামী লিবিয়া লোবো সারদেসাই এবং দিল্লির স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নীরজা ভাটলা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হচ্ছেন। হরিয়ানার ‘কাঠিয়ালের একলব্য’ নামে পরিচিত দিব্যাঙ্গ তীরন্দাজ হরবিন্দর সিং, যিনি ২০২৪ প্যারা অলিম্পিকে ভারতকে সোনা এনে দিয়েছেন, পদ্মশ্রী পাচ্ছেন। তালিকায় ভোজপুরের সমাজকর্মী ভীম সিং ভাবেশের নামও রয়েছে।