শিক্ষা দুর্নীতি মামলায় ১০ লক্ষ টাকার বন্ডে জামিন পেলেন অভিষেক ঘনিষ্ঠ কুন্তল ঘোষ!
শিক্ষা নিয়োগের দুর্নীতি মামলায় ইডির তরফ থেকে আনা মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। বিচারপতি শুভ্রা ঘোষ রায় বুধবার তাঁর জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার জন্য কুন্তলকে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। যদিও সিবিআই কর্তৃক দায়ের করা অন্য একটি মামলায় জামিন না পাওয়ায়, তিনি এখনও জেল থেকে মুক্তি পাননি।
২০২৩ সালের ২১ জানুয়ারিতে, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে ইডি গ্রেফতার করে। তার দুটি ফ্ল্যাটে একদিন ব্যাপী তল্লাশির পর কুন্তল গ্রেফতার হন। তার ফ্ল্যাট থেকে ইডি দুর্নীতি সংক্রান্ত অনেক নথি উদ্ধার করে। অভিযোগ ছিল, চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে সেগুলো পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতেন কুন্তল। এই প্রক্রিয়ায় তিনি ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে উঠেন। তদন্তকারীরা দাবি করেন, কুন্তল মোট ১৯ কোটি টাকা সংগ্রহ করেছিলেন। কুন্তলের নাম প্রথম উঠে আসে শিক্ষা ব্যবসায়ী তাপস মণ্ডলের মাধ্যমে, যিনি দাবি করেন তার প্রতিষ্ঠানের পড়ুয়াদের কাছ থেকে তোলা টাকা কুন্তলকে দিয়েছিলেন।
বুধবার আদালত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জামিন দেওয়ার পর জানায়, তাকে তার পাসপোর্ট জমা দিতে হবে। তাকে নিম্ন আদালতে নিয়মিত হাজিরা দিতে হবে এবং মোবাইল ফোনের নম্বর পরিবর্তন করা যাবে না। যদিও ইডির মামলায় জামিন পেয়েছেন, সিবিআইয়ের মামলায় এখনও জামিন পাননি কুন্তল। এর ফলে তাকে আপাতত কারাগারেই থাকতে হবে।উলেখ্য কারাবাসের সময় কুন্তল ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর চাপ প্রয়োগের অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু আদালত এই বিষয়ে কোনো গুরুত্ব দেয়নি।