শহরের মানুষ চালাক,ভোট দেয়নি,তাই এক টাকাও বরাদ্দ নয়!এ কি বললেন উদয়ন গুহ !
“আমি প্রথম দিন থেকেই বলে এসেছি, ওকে না হারানো আমাদের জন্য লজ্জার হতো।” নিশীথ প্রামাণিকের পরাজয় নিয়ে প্রশ্ন করা হলে উদয়ন গুহ কয়েকদিন আগে এমনটাই বলেছিলেন। তাঁর নেতৃত্বেই প্রায় ৩৯ হাজার ভোটে জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়ার কাছে পরাজিত হন নিশীথ। এই উদয়নই আবার বিতর্কিত মন্তব্য করেছেন। কোচবিহারের সব শহরে তৃণমূলের হার হওয়ায়, তাঁর দফতরের বরাদ্দ নয় শহরে হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে।
তিনি স্পষ্ট করে বলেছেন, শহরের মানুষ মুখ ফিরিয়েছেন। তৃণমূল সব শহরে হেরে গেছে এবং সে কারণে তাঁর দফতরের সমস্ত বরাদ্দ বন্ধ করা হয়েছে। তিনি বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে মাথাভাঙা, দিনহাটা এবং কোচবিহার শহরের জন্য কোনও বরাদ্দ করা হয়নি। শহরের মানুষ গ্রামের মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান এবং চালাক। তবে আমি মাথাভাঙা ১ ব্লকের জন্য চার কোটি টাকা এবং মাথাভাঙা ২ ব্লকের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছি। মাথাভাঙা শহরের জন্য এক টাকাও দেওয়া হয়নি। মাথাভাঙা শহরের পাশাপাশি, আমার নিজের দিনহাটা শহরের জন্যও কোনও বরাদ্দ করা হয়নি। কোচবিহার শহরের জন্যও কোনও বরাদ্দ নেই।”
মাথাভাঙা শহরে অনুষ্ঠিত তৃণমূলের জয়ী সংসদ জগদীশ চন্দ্র বসুনিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে উদয়ন এই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি একই সাথে জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনপ্রতিনিধিদের মাধ্যমে দেওয়ার বিষয়ে সরকারকে অবহিত করা হবে। তাঁর বরাদ্দ বন্ধ করার মন্তব্য নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে।