বঞ্চিত উত্তরবঙ্গে মমতার সততার মুখোশ খুলতে সম্মেলন করতে চলেছে রাজ্য বিজেপি। যার নাম দেয়া হয়েছে ‘উত্তরের উত্তরণের খোঁজে’।
উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে, আগামী মঙ্গলবার শিলিগুড়িতে তাঁরও একটি প্রশাসনিক সভা করার কথা। নিজের বক্তব্যে সেই প্রসঙ্গ উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, “ওই দিন যখন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী খেলা বন্ধ করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গালাগালি করবেন, তখন আমরা এই সম্মেলন চালিয়ে যাব।
শুভেন্দু অধিকারী বলেন , এই দেড়-দু’ঘণ্টার সভায় মুখ্য বক্তা হিসাবে থাকবেন বালুরঘাটের বিধায়ক তথা ভারত শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ড:অশোক লাহিড়ী। সম্মেলনটির আয়োজন এবং ব্যবস্থাপনার দায়িত্বে থাকছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক ড:শঙ্কর ঘোষ। এ ছাড়াও বরিষ্ঠ বিধায়ক শিখা চট্টোপাধ্যায়,বিধায়ক মালতী রাভা রায়ের মতো উত্তরবঙ্গের বিধায়কেরাও এই সম্মেলনে বক্তব্য রাখবেন বলে জানান শুভেন্দু অধিকারী ।
মমতা ব্যানার্জী কী ভাবে উত্তরবঙ্গকে বঞ্চিত করেছে ,পাহাড়ে জনজাতিদের জন্য একাধিক উন্নয়ন বোর্ড গড়েও প্রকৃত উন্নয়নের ‘কী চিত্র ’, সেই সব কিছু সম্মেলন থেকে তুলে ধরা হবে বলে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
এর আগে অবশ্য কৃষিক্ষেত্রে দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। কৃষকদের থেকেও ‘কাটমানি’ নেওয়ার অভিযোগে বিদ্ধ করেন তৃণমূলকে। অভিযোগ করেন যে, অতিরিক্ত দামে চাষিদের ইউরিয়া সার কিনতে বাধ্য করা হচ্ছে।আর এতে সহায়তা করছে দলদাস মমতা পুলিশ।
তবে শিলিগুড়িতে আয়োজিত জনজাতি এবং চা শ্রমিকদের নিয়ে বিজেপির এই সম্মেলনকে রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দেখুন সাংবাদিক সম্মেলনে কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।