‘উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে’! তৃণমূল বিধায়ক হুমায়ুনকে তোপ শুভেন্দু অধিকারীর!
জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রেক্ষিতে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে একের পর এক হুঁশিয়ারির জেরে সুপ্রিম কোর্টে চিঠি পাঠিয়েছে ডাক্তারদের সংগঠন আইএমএ। এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুমায়ুনকে তোপ দেগেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে, বিজেপির সরকার গঠিত হলে প্রাক্তন মন্ত্রীকে ‘উল্টো করে ঝুলিয়ে সোজা করা’ হবে। নন্দীগ্রামের নিজের বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ সম্প্রচারের মঞ্চ থেকে শুভেন্দু বলেছেন, “বিজেপি সরকার আসলে এই সমস্ত লোককে কীভাবে উল্টো করে ঝুলিয়ে সোজা করতে হয় তা দেখিয়ে দেব।” এর জবাবে হুমায়ুন শুভেন্দুকে পাল্টা তোপ দিয়ে বলেছেন যে, বিজেপি বিধায়কের উচিত অতীত মনে রাখা।
আরজি কর-কাণ্ডের পরে রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি কটাক্ষ করে একের পর এক কঠোর মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ উপেক্ষা করে তিনি সংশ্লিষ্ট আন্দোলনের সমালোচনা করেছেন। তাঁর মন্তব্যের জন্য বহরমপুর থানায় জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। তবুও হুমায়ুন জুনিয়র ডাক্তারদের উদ্দেশে বলেছেন, “তাদের যেমন আন্দোলন করার অধিকার আছে, বাংলায় তৃণমূলেরও ৩ কোটি ভোটার আছে। ১০ হাজার মাঠে নামলে কী হবে, তখন বুঝবে।” রবিবার তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চিঠি প্রসঙ্গে তৃণমূল বিধায়ক জানিয়েছেন, অপরাধ না করে জেলে যেতে হলে তিনি যাবেন। কিন্তু জেল থেকে ফিরে এসে অপরাধ করে কুণ্ঠাবোধ করবেন না।
শুভেন্দু মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য সরকারকে সমালোচনা করেছেন। তিনি বলেন, “মহারাষ্ট্রের বদলাপুরে আমরা ধর্ষককে ‘রামনাম সত্যা হ্যায়’ বলে দিয়েছি, অসমে জল খেতে খেতে রামনাম করে দিয়েছি, কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরা ধর্ষকদের ‘প্রোটেকশন’ দিচ্ছেন। আরজি করে মামলায় পুলিশ, ডাক্তার, ধর্ষক সবাই একসাথে জেলে যাক! এটা লজ্জাজনক।” তিনি আরও যোগ করেন, “এই রাজ্যে আরজি করে সাগর দত্ত মেডিক্যাল কলেজের মতো ঘটনা ঘটছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে। তিনি যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন রাজ্যের পরিস্থিতি পরিবর্তন হবে না।”