১০০ দিনের টাকা মারা তৃণমূলের চোরদের জেলে ভরো,হিসাব দাও,টাকা নাও !হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর !
হলদিয়ায় শুভেন্দু অধিকারীর সভা ছিল। সেখান থেকে রাজ্যের শাসক দলের দুর্নীতির সম্পর্কে কটাক্ষ করেছেন তিনি৷ শুধু তাইই নয়, কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি করেছেন তৃণমূলের নেতা – মন্ত্রীরা। এমনই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে সময় দিয়েছেন। বাংলার বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আরো একবার দরবার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর কথায়, দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ধরতে।কিন্তু গিয়ে লাভ নেই। কিচ্ছু পাওয়া যাবে না দিল্লি থেকে। আগে তৃণমূলের চোরেরা জেলে যাবে। প্রকৃত উপভোক্তারা কাগজ গুছিয়ে রাখবেন। বিজেপি আপনাদের টাকা দেবে।
বিরোধী দলনেতা আরো বলেন,প্রধানমন্ত্রীর প্রকল্পের টাকা মাঝপথেই লুট হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা চুরি করেছে,মানুষের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছায়নি।যারা টাকা মেরেছেন, তাদের আগে জেলে দেখতে চাই। আমরা সিবিআই চাই। আবাস যোজনায় চোরেদের নাম বাতিল করে,জেলে ভরতে হবে।
এদিকে লোকসভায় হামলার ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন,পশ্চিমবঙ্গ রাষ্ট্রবিরোধীদের কেন্দ্রমণ্ডলে পরিণত হয়েছে।এই ললিত ঝা তৃণমূল যুব কংগ্রেসের নেতা ছিলো,বিধায়ক তাপস রায়ের সাথে যথেষ্ট ঘনিষ্ঠতা ছিলো তার।আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এই ললিত সম্পর্কে যতটুকু তথ্য ছিল দিল্লি পুলিশকে দিয়েছি।
ভারতবর্ষে যত দেশবিরোধী কাজ হয়, তার সাপ্লাই লাইন পশ্চিমবঙ্গ। ভোটের ফায়দা তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই টুকরে টুকরে গ্যাং দের এখানে রেখেছেন।পশ্চিমবঙ্গে দেশ বিরোধী সরকার চলছে।
পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতাশুভেন্দু অধিকারী। বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরানোর জন্য সুপ্রিম কোর্টে অভিষেকের আবেদন খারিজ হয়েছে।এ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ভাইপো ভেবেছেন, পিসি চালায় সুপ্রিম কোর্ট,তাই নিজের পছন্দমতো বিচারকের কাছে নিয়ে যেতে চায় দূর্নীতির মামলা গুলোকে,সুপ্রিম কোর্ট থাপ্পড় মেরে ভাগিয়ে দিয়েছে।
এদিকে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে SSKM এর গড়িমসি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী ক্ষোভ উগড়ে দিয়েছেন।তিনি বলেন SSKM এর ডিরেক্টর মণিময়ের চুলের মুঠি ধরে প্রশ্ন করলে আর কাকুকে এইমসে নিয়ে ঠিকমতো পালিশ করলে বলে দেবে ওর সাহেব কি কি দূর্নীতি করেছে।
শুভেন্দু অধিকারী হলদিয়ার সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের কি ঝাঁঝালো জবাব দিয়েছেন দেখুন