রাজভবনের ধর্ণাতে পুলিশ বাধা দেয়ায় এবার খোদ পুলিশের ডিজির অফিসের সামনে ধর্ণা করবে বিজেপি!
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনের সামনে দলের কর্মী-সমর্থকদের নিয়ে ধর্না দিতে চেয়েছিলেন। আদালত তাঁদের বিকল্প জায়গা বাছাই করতে বলেছিল। শুক্রবার বিজেপি আদালতে বিকল্প জায়গা হিসেবে রাজ্য পুলিশের ডিজির দফতরের সামনে ধর্না দেওয়ার নাম জানায়। বিচারপতি অমৃতা সিংহ এ বিষয়ে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছেন। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে, যেখানে রাজ্যকে তাদের অবস্থান জানাতে হবে। গত অক্টোবরে রাজভবনের সামনে অভিষেক ব্যানার্জীর ধর্নার বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছিল হাইকোর্ট। কিন্তু এডভোকেট জেনারেল কিশোর দত্ত কোনো পদক্ষেপ জানাতে পারেননি। এই সব কিছু মিলে আগামী মঙ্গলবার ফের শুনানি হবে।
এদিকে রাজ্য পুলিশের ডিজির দফতর রয়েছে ভবানীভবনে। এ ছাড়া, নবান্নেও ডিজির দফতর রয়েছে। বিজেপি কোন জায়গায় কর্মসূচি করতে চেয়েছে, তা শুক্রবারের শুনানিতে স্পষ্ট করা হয়নি। পরবর্তী শুনানির দিন এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আদালত বিজেপিকে বিকল্প জায়গার নাম ২১ জুনের মধ্যে জানাতে বলেছিল। শুক্রবার সেটাই জানানো হয়েছে।
বিজেপি রাজ্যে ভোটের পরের ‘হিংসা’র ঘটনাবলীর প্রতিবাদে রাজভবনের সামনে ধর্না দিতে চেয়েছে। তাদের দাবি, এই ‘হিংসা’য় তাদের অনেক কর্মী আক্রান্ত হয়েছেন এবং ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। তারা এই বিষয়টি রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক কর্তার নজরে আনতে চায়। এই উদ্দেশ্যে, তারা রাজভবনের সামনে প্রতীকী ধর্না দেওয়ার অনুমতি চেয়েছে। কিন্তু কলকাতা পুলিশ এই অনুমতি দেয়নি, তাদের যুক্তি হলো রাজভবনের সামনে ধারা ১৪৪ বলবৎ থাকায় এমন কর্মসূচি সেখানে অনুমোদিত নয়। প্রশাসন অন্য স্থানে ধর্না দেওয়ার প্রস্তাব দিলেও বিজেপি তা মেনে নেয়নি এবং বিষয়টি নিয়ে আদালতে গেছে।
আদালতে বিজেপির প্রধান যুক্তি ছিল, গত অক্টোবরে রাজ্যের শাসক দলের এক নেতা রাজভবনের সামনে পাঁচ দিন ধরে ধর্না দিয়েছিলেন এবং সেই সময় পুলিশ তাদের বাধা দেয়নি। তাহলে বিজেপির ক্ষেত্রে কেন অনুমতি দেওয়া হচ্ছে না? বিচারপতি সিংহ এই যুক্তির প্রতি উত্তর দিয়েছেন যে, কেবল শাসক দলের নেতা ধর্না দিয়েছেন বলেই বিজেপিকে একই স্থানে ধর্না দিতে হবে, এটা যুক্তিসঙ্গত নয়। তবে তিনি অক্টোবরের ধর্নার সময় পুলিশের নেওয়া পদক্ষেপ সম্পর্কেও জানতে চেয়েছেন। এখন দেখার বিষয় হল, রাজ্য আদালতে কী জানানো হয় এবং বিজেপি কোথায় ধর্নার অনুমতি পায়।