চুরি আটকানো হয়েছে, কেউ টাকা আটকায়নি। তৃণমূল আগে হিসাব দিক!হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর !
কেন্দ্র সরকারের কাছ থেকে একশো দিনের পাওনা টাকা আদায়ের জন্য বাংলা থেকে দিল্লিতে গিয়ে বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস । আগামী ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর দিল্লিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
এদিকে গতকাল মঙ্গলবার তমলুকে BJPর বর্ধিত সভায় উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জব কার্ড একশো দিনের কাজ নিয়ে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন।
তমলুকের সভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা বলছি চুরি আটকানো হয়েছে, কেউ টাকা আটকায়নি। তৃণমূল আগে হিসাব দিক। ২০২২ এর ৩১ ডিসেম্বর তিন কোটি ৫৬ লাখ জব কার্ড ছিল। কিন্তু ২০২৩ সালের ফেব্রুয়ারীর ২৮ তারিখে এক কোটি এক লাখ জব কার্ড বাতিল হয়েছে কেন? এই ১ কোটি জব কার্ড নিয়ে গত চার বছরে দশ হাজার কোটি টাকা চুরি করেছে তৃণমূলের পঞ্চুরা। আমি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে কালকেই চিঠি দেবো । পশ্চিমবাংলায় একশো দিনের কাজের টাকা চুরি নিয়ে সিবিআই (CBI)-কে তদন্তের দায়িত্ব দেওয়া হোক।’
এছাড়া বিরোধী দলনেতার দাবি, ‘প্রকৃত জব কার্ড হোল্ডারদের ও ভুয়ো জব কার্ড হোল্ডারদের আলাদা করুন। পশ্চিমবাংলায় চোর ধরার সিদ্ধান্ত নিন।তৃণমূলের এই চোর গুলোকে ধরলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জেল বানাতে হবে।
এর পাশাপাশি, তিনি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির মামলায় তদন্ত নিয়ে বিচারপতি ইডি ও সিবিআইকে যে কথা বলেছেন তা নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না বলে জানান। বর্ধিত সভা শেষ করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, ‘কর্মীদের যা বলেছি তাতে অভিষেকের আই প্যাক কিছু করতে পারবে না। পশ্চিমবাংলার সকল মানুষ চাইছে চুরি ধরা পড়ুক। আমরাও সেই কাজ করে চলেছি।’