“ওনার মিটিংয়ে যা যা হয়েছে সব আমি জানি।”মমতাকে নিয়ে বিস্ফোরক তথ্য শুভেন্দু অধিকারীর !
মুখ্যমন্ত্রীর বৈঠকের তথ্য নাকি বাইরে পাচার হচ্ছে। এই অভিযোগ শুনে সাংবাদিকদের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুচকি হেসে বলেন, “হ্যাঁ, সব তথ্য আমার কাছে আসে। মুখ্যমন্ত্রীর মিটিংয়ে কী হয়েছে তা আমি সব জানি।”
গতকাল নবান্নের প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন যে রাজ্য সরকারের সমস্ত তথ্য ফাঁস হচ্ছে। এর প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা ব্যঙ্গাত্মক সুরে বলেন, “তিনি যদি ২৯ শতাংশ এবং বিজেপি ১২ শতাংশ ভোট পান, অথবা তিনি ৪৫ এবং বিজেপি ৩৯ শতাংশ ভোট পান, তারপরেও আমি গতকালের মিটিংয়ের সব তথ্য জেনে গেছি।” মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন যে কাঁথিতে পাচারের টাকা যাচ্ছে। এর জবাবে শুভেন্দু বলেন, “কাঁথিতে আমি একা নই, অনেকে থাকেন। রাষ্ট্রমন্ত্রী অখিল গিরি সেখানে থাকেন। আমাকে জিজ্ঞাসা করলে উত্তর দেব। তিনি নিম্নমেধার। কাঁথির মানুষ শিক্ষায় উন্নত। সেখানকার অনেকেই গ্র্যাজুয়েট এবং অনেক ডাক্তার বিদেশে থাকেন। এই অঞ্চল লবণ সত্যাগ্রহের জন্য পরিচিত।”
বিরোধী দলনেতা বলেন, “তিনি আমাকে ভোটে হারাতে পারছেন না, আমাকে থামাতেও পারছেন না। এই কারণেই তিনি এসব করছেন। তিনি কাঁথিতে হাঁটার ফলে কাঁথির প্রায় সব ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে। তাই তিনি যতই আমাদের জেলায় এসে আমাকে আক্রমণ করুন না কেন, আমাদের ভোট ততই বাড়বে।”