‘এটা কি বাংলাদেশের ভোট ! হয় বাঁচব,নয় মরবো …হিন্দুদের বাঁচাতেই হবে’ রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী !
‘মমতা ব্যানার্জীর নতুন ট্রেন্ড, হিন্দুদের ভোট দিতে দেব না’।বিস্ফোরক শুভেন্দু অধিকারী।রাজভবনে থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দেন বিরোধী দলনেতা।
ভোট দিতে না পারা ভোটারদের নিয়ে রাজ্যপালের সাথে দেখা করেন শুভেন্দু অধিকারী।তৃণমূলের অত্যাচারের কথা জানান রাজ্যপালকে। এরপর রাজভবন থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন , ‘হিন্দু ভোটারদের ভোট দিতে দিচ্ছে না তৃণমূল’। ‘উপনির্বাচনেও অনেক হিন্দুদের ভোট দিতে দেয়নি’। ‘যারা ভোট দিতে পারেনি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতির কাছে যাব’। ‘ভারতের নির্বাচন কমিশনের কাছেও আমি অভিযোগ করব’। ‘এই উপনির্বাচনে কোথাও এপিক কার্ডে ভোট হয়নি’। ‘সংখ্যালঘু প্রিসাইডিং অফিসার দিয়ে ভোট করিয়েছে’। ‘এটা কি বাংলাদেশের ভোট?’ ‘রাষ্ট্রবাদী হিন্দুদের বাঁচাতেই হবে’। ‘পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচাতেই হবে’। শাসকদলকে হুঁশিয়ারি দিয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখুন –