আরামবাগে কম ভোট পেয়েও কীভাবে জিতলো তৃণমূল কংগ্রেস? বিস্ফোরক নথি ফাঁস শুভেন্দু অধিকারীর !
লোকসভা নির্বাচনে কিছু জায়গায় EVM পরিবর্তন এবং অন্যান্য জায়গায় ভোটের ছাপ্পা মারার অভিযোগ এনেছে BJP। আইনি পদক্ষেপের হুমকিও দিয়েছে। এবার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি বিস্ফোরক নথি প্রকাশ করেছেন, যা সামাজিক মাধ্যমে শেয়ার হতেই ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, পূর্বের নির্বাচনের তুলনায় আসন সংখ্যা বাড়ানোর পরিবর্তে, পদ্ম শিবির জেতা আসনও হারিয়েছে। ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল ২৯টিতে এবং BJP মাত্র ১২টিতে জয়লাভ করেছে। এই নির্বাচনে বিজেপি বাংলায় তেমন একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। গেরুয়া শিবির এই ফলাফলকে বাস্তবের প্রতিচ্ছবি হিসেবে মানতে নারাজ। এবার শুভেন্দু অধিকারী একটি চাঞ্চল্যকর নথি প্রকাশ করে আলোচনায় আসেন।
সোমবার সন্ধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি দাবি করেন, ট্যাবুলেশন শিটে উপস্থাপিত তথ্য বিপরীত করে দেওয়া হয়েছে। হপিলার বিধানসভা অঞ্চলের ২৩৬ নম্বর বুথ, বলাইবেড় প্রাথমিক বিদ্যালয় নজরে আছে।
BJP নেতার পোস্ট করা একটি নথিতে দেখা যায়, BJP প্রার্থী এই বুথে ২৫৪টি ভোট পেয়েছেন, অন্যদিকে তৃণমূলের ঝুলিতে এসেছে ২৫২টি ভোট। এই তথ্য আপলোড করা হয়, যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যায়। কিন্তু সেখানে দেখা যায়, যে বুথে BJP প্রার্থী ২টি ভোট বেশি পেয়েছিলেন, সেখানে তাঁকে পরাজিত দেখানো হয়েছে।
আরামবাগ লোকসভা কেন্দ্রে BJP-র সংগঠন বেশ শক্তিশালী। তবে এই বার সেখানে জয়লাভ করতে পারেনি পদ্ম শিবির। ভোটের ফলাফল প্রকাশের পরে শোনা গিয়েছে, দলীয় কোন্দলের জেরেই এখানে পরাজয় মেনে নিতে হয়েছে BJP প্রার্থী অরূপকান্তি দিগরকে। মাত্র ৬৩৯৯ ভোটের ব্যবধানে জিতে সাংসদ হন তৃণমূলের মিতালি বাগ।
The margin of victory in the Arambagh Lok Sabha Constituency is only 6399 votes.
This is an illustration how the election was stolen.
The tabulation sheet of the ARO (Assistant Returning Officer) Table, where the EVM Data is primarily noted by the Counting Agents, shows the… pic.twitter.com/vV90ZKihGK
— Suvendu Adhikari (@SuvenduWB) July 1, 2024
শুভেন্দু তৃণমূলকে তীব্র আক্রমণ করে বলেন, একটি রাজনৈতিক দল গণনাকেন্দ্রে এআরও টেবিল পর্যন্ত নজর রাখতে পারে যাতে কোনও কারচুপি না হয়। কিন্তু সেখান থেকে বেরনোর পর আর কোনও নিয়ন্ত্রণ থাকে না। এই থেকেই বোঝা যায়, যারা নির্বাচন কমিশনের তথ্য আপলোডের দায়িত্বে ছিলেন তারা বিক্রি হয়ে গিয়েছেন। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে গণনার পর ভোটের ফলাফল পরিবর্তন করা সম্ভব।
কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, ২৩৬ নম্বর বুথে বিজেপির অরূপকান্তি দিগর ২৫৪ ভোট পেয়েছেন, অন্যদিকে তৃণমূলের মিতালি বাগ ৫৫২ ভোট পেয়েছেন। এই ঘটনা একক নয়, এরকম আরও অনেক উদাহরণ রয়েছে বলে শুভেন্দু দাবি করেছেন। তিনি বলেছেন, যদি নির্বাচন স্বচ্ছভাবে হতো, তাহলে অরূপকান্তিই জয়ী হতেন, এমনটাই দাবি করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।