আধার কার্ড বাতিলের ষড়যন্ত্রে মমতা ব্যানার্জী জড়িত !বিস্ফোরক দাবী শুভেন্দু অধিকারীর !
আচমকাই বাতিল আধার কার্ড(AADHAAR Card)! রাজ্যে অনেকেরই কার্ড বাতিল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন জনের সমস্যাও প্রকাশ্যে আসতে থাকে। এ নিয়ে গত বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, যাতে মানুষ ভোট দিতে না পারে, সেই কারণে অনেকের আধার বাতিল করে দেওয়া হচ্ছে। তার পরেই আধার বাতিলের খবর প্রকাশ্যে আসা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে শুরু করেছে তৃণমূল।বাধ্য হয়ে পাল্টা জবাব দিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি।
এ বার কেন্দ্রীয় সরকারের সঙ্গে আধার কার্ড বাতিল নিয়ে বৈঠক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়ে বলেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব নিষ্ক্রিয় আধার সক্রিয় করা হবে । নিজের এক্স হ্যান্ডেলে (প্রাক্তন টুইটার) শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন। শুভেন্দুর দাবি করেন , সমস্যা তৈরি হয়েছে আধার কার্ডের রাঁচী আঞ্চলিক দফতরের ভুলে।
একই কথা সাংবাদিক বৈঠক করে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। লোকসভা নির্বাচনের মুখে আধার কার্ড বাতিল নিয়ে জনমানসে তৈরি হয়েছে আতঙ্ক। CAA, NRC নিয়ে হইচইয়ের মাঝে আধার বিতর্ক মতুয়া গড়েও আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। রাজনৈতিক মহলের মতে, কার্যত চাপে পড়ে পরিস্থিতি সামাল দিতে আসরে কেন্দ্রীয় সরকার।
UIDAI (Unique Identification Authority of India) has issued clarification that no Aadhar Card has been cancelled.
I urge everyone not to believe any gossip or misinformation.
The Chief Minister is unnecessarily trying to create panic. No one should be worried:- pic.twitter.com/ynVnkOEmK8— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) February 19, 2024
শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে এমনটাও দাবি করেছেন যে, কেন্দ্রীয় সরকারের অজ্ঞাতসারেই গোটা বিষয়টা হয়েছে আধারের রাঁচী আঞ্চলিক দফতর থেকে। কেন এমন হয়েছে, তার জন্য কেন্দ্র তদন্ত করবে বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারীর ।তিনি আরও বলেন আধারের রাঁচী আঞ্চলিক দফতরের কিছু অসাধু কর্মকর্তা মমতা ব্যানার্জীর এজেন্টদের কাছ থেকে ঘুষ নিয়ে এই অপকর্ম ঘটাতে পারে।
অন্যদিকে সন্দেশখালিতে ১৪৪ ধারায় স্থগিতাদেশ আদালতের এবং তা আগামী ৭ দিনের জন্য বহাল থাকবে । একইসঙ্গে শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি গ্রাম পঞ্চায়েত যাওয়ার অনুমতি দিল আদালত। যাওয়ার অনুমতি দিতে গিয়ে আদালতের কড়া নির্দেশ সন্দেশখালিতে কোনও উস্কানিমূলক মন্তব্য দিতে পারবেন না শুভেন্দু অধিকারী।সাথে সাথে তাঁর নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে রাজ্য পুলিশকে এবং প্রয়োজনে অতিরিক্ত বাহিনী ব্যবহার করা যেতে পারে বলেও পরামর্শ বিচারপতির।
আদালতের নির্দেশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আগামী ৩ ঘণ্টার মধ্যে নিজের সফরসূচি রাজ্য পুলিশকে জানাতে হবে। বিচারপতির মন্তব্য করেন ,কেন্দ্রীয় বাহিনীকে আপাতত ওই এলাকায় মোতায়েন করার নির্দেশ দিচ্ছি না। কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হলে চরম ফল ভুগতে হবে রাজ্যকে।
সন্দেশখালির ঘটনায় বসিরহাটের পুলিশ সুপারের (SP )রিপোর্ট তলব করেছেন বিচারপতি। ১ লা ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত যে ক’টি FIR হয়েছে রিপোর্ট দিয়ে জানাতে হবে । সাতদিন পর মামলার ফের শুনানি হবে হাইকোর্টে ।