রবিবার লালবাজারে কলকাতা পুলিশ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়কে তলব করেছিল। কিন্তু সুখেন্দুশেখর রায় সেই তলবে সাড়া দেননি। বিকেলে লালবাজারে তাঁকে ডেকে পাঠানো হলেও, তিনি উপস্থিত হননি বলে খবর। এর ফলে তাঁকে পুনরায় তলব করা হয়েছে। যদিও কলকাতা পুলিশ এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। সুখেন্দুশেখর রায়ের ঘনিষ্ঠ মহল থেকেও জানা গেছে, তাঁকে দ্বিতীয়বার তলবের কোনো খবর তাদের কাছে নেই।
পুলিশি তলব সম্পর্কে সুখেন্দু এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি। তবে রবিবার রাতে তিনি তাঁর এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডলে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমি ভয় করব না’ গানটি শেয়ার করেছেন, যা তৃণমূল সাংসদের পক্ষ থেকে একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে। ঘনিষ্ঠ মহলের মতে, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে এই গানটি পোস্ট করা হয়েছে। এর মাধ্যমে তিনি ইঙ্গিত করতে চেয়েছেন যে, তিনি ভয় পাবেন না এবং তাঁর অবস্থানে অটল থাকবেন।
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) August 18, 2024
সুখেন্দুকে আরজি কর-কাণ্ড এবং তার তদন্তের ভুল তথ্য প্রচারের অভিযোগে লালবাজারে তলব করা হয়েছিল। সুখেন্দু সামাজিক মাধ্যমে আরজি করের ঘটনা নিয়ে বহু মন্তব্য করেছিলেন। তিনি এমনকি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করার পরামর্শ দিয়েছিলেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও হেফাজতে নেওয়ার প্রয়োজন বলে মত প্রকাশ করেছিলেন। তিনি কলকাতা পুলিশের ডগ স্কোয়াড সম্পর্কেও মন্তব্য করেছিলেন একটি পোস্টে। তিনি প্রশ্ন তুলেছিলেন যে আরজি করের ঘটনার তিন দিন পর কেন ডগ স্কোয়াড হাসপাতালে গিয়েছিল। পুলিশের দাবি অনুযায়ী, এই তথ্য ভুল এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে যেতে কোনো দেরি করেনি। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে লালবাজারে ডাকা হয়েছিল।
CBI must act fairly . Custodial interrogation of Ex Principal and Police Commissioner is a must to know who and why floated suicide story.Why wall of hall demolished, who patronised Roy to be so powerful, Why sniffer dog used after 3 days.100s of such questions. Make them speak
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) August 17, 2024