বালুরঘাটের প্রতিনিধি সুকান্ত মজুমদার সম্প্রতি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। মোদীর ৩.০ সরকারে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। মঙ্গলবার প্রথম দিনেই তিনি অবৈধ চাকরিপ্রাপ্তদের প্রতি কঠোর বার্তা জানান, সুকান্ত মজুমদার বলেন, ‘আজ না হোক আগামীকাল, চাকরি ছাড়তেই হবে।’
সাদা কাপড়ে ঢাকা আসনের পাশে তেরঙ্গা পতাকা রাখা আছে। পেছনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেখা যাচ্ছে। ধবধবে সাদা পাঞ্জাবি পরে সুকান্ত গতকাল শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সহকারী হিসেবে কাজ করবেন। অন্যদিকে, পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতির কারণে উত্তেজনা চলাকালীন, বালুরঘাটের সাংসদ শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
শিক্ষা-ডেপুটির (Union Minister of State for Education) পদে অধিষ্ঠিত হওয়ার প্রথম দিনেই সুকান্ত অবৈধ চাকরিপ্রাপ্তদের প্রতি কঠোর বার্তা প্রেরণ করেন। BJP নেতা বলেন, ‘পরীক্ষা দিয়ে এবং নিজের যোগ্যতায় যারা চাকরি পেয়েছেন, তাঁদের পরিশ্রমের মূল্য আমি বুঝি। কারণ আমিও একদিন SSC পরীক্ষা দিয়ে এক বছরের জন্য একটি স্কুলে চাকরি করেছিলাম। নিজেদের মেধা ও যোগ্যতার উপর ভিত্তি করে যারা চাকরি পেয়েছেন, তাঁদের পাশে আমরা আছি। কিন্তু অবৈধ পথে যারা চাকরি পেয়েছেন, তাঁদের চাকরি আজ বা আগামীকাল, অবশ্যই চলে যাবে।’
দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) রাজ্য রাজনীতিকে উত্তাল করে তুলেছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায়, ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এবং তিনি বর্তমানে জেলে আছেন। এই মামলায় বাংলার অনেক শীর্ষ আমলার নামও জড়িত হয়েছে।
সুকান্ত মন্তব্য করেন, ‘গত কয়েক বছরে বাংলায় যেভাবে মামলাগুলি প্রকাশিত হয়েছে, তাতে বাংলা এবং বাঙালির মান-সম্মান ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছেন। আমি এবং তিনি একই সময়ে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি-তে ভর্তি হয়েছিলাম, যা গর্বের নয়।’ বাংলার বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, এই পরিস্থিতি বাংলার স্থায়ী পরিচয় নয়। তিনি মনে করেন, সকলের প্রচেষ্টায় রাজ্যকে এই দুর্দশা থেকে উত্তরণ করা সম্ভব।