‘নারী দিবসে’ রাজ্যসভার সাংসদ পদে মনোনীত সুধা মূর্তি,ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় শিক্ষাবিদ ও লেখক সুধা মূর্তিকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচন করেছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডলের মাধ্যমে এই ঘোষণা করেন।
মোদী তাঁর পোস্টে লিখেন, ‘‘রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভার জন্য সুধা মূর্তির নাম ঘোষণা করেছেন। এই ঘোষণায় আমি অত্যন্ত আনন্দিত। সুধাজির সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনেক অবদান। তিনি সামাজিক, জনহিতকর, এবং শিক্ষাক্ষেত্রে অনেক কাজের জন্য পরিচিত।’’
প্রধানমন্ত্রী বারবার নারী শক্তির গুরুত্ব বলেন। নারী দিবসে তাঁর এই ঘোষণা অনেকের কাছে উল্লেখযোগ্য। মোদী বলেন, ‘‘সংসদের উচ্চকক্ষে সুধা মূর্তির উপস্থিতি ‘নারী শক্তি’র একটি শক্তিশালী প্রতীক। আমি তাঁর সাংসদ-পদের জন্য অনেক শুভেচ্ছা জানাই।’’
I am delighted that the President of India has nominated @SmtSudhaMurty Ji to the Rajya Sabha. Sudha Ji’s contributions to diverse fields including social work, philanthropy and education have been immense and inspiring. Her presence in the Rajya Sabha is a powerful testament to… pic.twitter.com/lL2b0nVZ8F
— Narendra Modi (@narendramodi) March 8, 2024
সুধা মূর্তি রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় খুশি। পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘এটা আমার জন্য একটি বড় সুযোগ। এর মাধ্যমে আমি গরীবের কাছে আরও বেশি কাজ করতে পারব।’’ তিনি আরও বলেন, ‘‘রাজ্যসভায় কাজ করা আমার জন্য নতুন। এর জন্য আমাকে অনেক শিখতে হবে।’’
সুধা যোগ করেন, ‘‘আমি নিজেকে রাজনীতিবিদ হিসেবে মনে করি না। আমি এক জন মনোনীত রাজ্যসভার সাংসদ। আমার জামাই (ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক) এর রাজনৈতিক পরিসর আর আমার রাজনৈতিক পরিসরের কোনো মিল নেই।’’
সুধা মূর্তি, ইনফোসিসের কর্তা নারায়ণ মূর্তির স্ত্রী, শিক্ষাবিদ ও বিশিষ্ট লেখিকা হিসাবে পরিচিত। তারা রাজনীতিতে যোগ দেবেন কি না, এই প্রশ্নের উত্তর নারী দিবসে প্রধানমন্ত্রীর ঘোষণায় পেয়েছি। শীতকালীন অধিবেশনের সময়, নয়া সংসদ ভবনের দর্শনের জন্য আসেন সুধা মূর্তি।
নারায়ণ মূর্তির স্ত্রী সুধা কর্নাটকে ১৯৫০ সালের ১৯ অগস্ট তারিখে জন্মেছেন। তিনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে ‘টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি’তে কর্মজীবন শুরু করেন।
তিনি দেশের বিভিন্ন রাজ্যে কাজ করেছেন। এছাড়া, বেঙ্গালুরুর এক বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা হিসেবেও নিয়োগ পেয়েছেন সুধা। কন্নড়, মারাঠি, ইংরেজি-সহ বিভিন্ন ভাষায় ৪০টির বেশি বই লেখেন তিনি। তাঁর কলাম বিভিন্ন সংবাদমাধ্যমের পাতায়-পাতায় ছাপা হয়েছে।
সুধাকে ২০০৬ সালে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়। তিনি ২০২৩ সালে পদ্মভূষণ পান। সুধা ইনফোসিসের কর্তা নারায়ণ মূর্তির সাথে বিয়ে করেন। তাঁদের দুইজন সন্তান, অক্ষতা ও রোহন, তারা নিজের-নিজের জীবনে সাফল্যের শিখরে। অক্ষতা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সাথে বিয়ে করেন।