কয়লা পাচার-কাণ্ডে এবার ফেঁসে গেলো আরও এক তৃণমূল নেতা।শওকত মোল্লা (Showkat Molla) কে তলব করল সিবিআই। শুক্রবারই তলব করা হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক ও অভিষেক ব্যানার্জী ঘনিষ্ঠ শওকত মোল্লাকে।
কয়লা- কেলেঙ্কারিতে দক্ষিণ ২৪ পরগনার যোগ সামনে এল।আসানসোল থেকে কয়লা পাচার হয়ে ওই জেলায় যেত বলে জানতে পেরেছেন সিবিআই আধিকারিকরা। সেই কারণেই শওকতকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী সহ শাসক দলের অনেকের নামই জড়িয়েছে এই কেলেঙ্কারিতে। আর এবার যুক্ত হলো দক্ষিণ ২৪ পরগনার দাপুটে নেতা শওকতের নাম ।
সিবিআই(CBI) সূত্রে জানা গিয়েছে, আসানসোল থেকে বেআইনি কয়লা পাচার হয়ে দক্ষিণ ২৪ পরগনার বহু ইট ভাটায় যেত। লরিতে করে বিভিন্ন জেলায় পাঠানো হত সেই সব কয়লা আর সেই পাচারে সুবিধা করে দিতো এই শওকত মোল্লা। কি পরিমাণ আর্থিক লেনদেন হয়েছিল সেটাও খতিয়ে দেখার জন্য তলব করা হয়েছে। ওই জেলায় কয়লা এলে বিধায়ক হিসেবে কী ভূমিকা ছিল, এই সব প্রশ্নই করা হবে শওকতকে।
সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, আসানসোল ও রাণীগঞ্জের একাধিক কয়লা খাদান থেকে অবৈধভাবে কয়লা তলা হত, আর সেই কয়লা তুলে পাঠানো হত রাজ্যের বিভিন্ন জায়গায়। ঝাড়খণ্ড, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় তা পাঠানো হত। সেই সূত্র ধরেই শওকত মোল্লাকে তলব করা হয়েছে।
এই কয়লা কেলেঙ্কারির জন্যই পরপর দুবার দিল্লিতে ইডি(ED) দফতরে হাজিরা দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও মুখোমুখি হয়েছেন তিনি। তবে তিনি বারবার মিডিয়ার সামনে দাবি করেছেন, এটা বিরোধীপক্ষের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। তবে এই মামলায় নাম থাকলেও এখনও পর্যন্ত একবারও হাজিরা দেননি অভিষেকের স্ত্রী রুজিরা নারুলা ।