সিবিআই-ই তদন্ত করবে সন্দেশখালিতে! সুপ্রিমকোর্টের নির্দেশ রাজ্য সরকারকে !
সন্দেশখালি মামলায় সিবিআই-ই তদন্ত চালাবে। রাজ্য সরকারের আপত্তি খারিজ করে এই সিদ্ধান্ত জানালো সুপ্রিম কোর্ট। একই সঙ্গে, রাজ্য সরকারকে প্রশ্নের মুখে ফেলে দিল শীর্ষ আদালত। কোর্ট জিজ্ঞাসা করল, কেন রাজ্য সরকার এক ব্যক্তিকে রক্ষা করার চেষ্টা করছে?
কলকাতা হাই কোর্ট সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন এবং জমি দখলের অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল। উচ্চ আদালত ওই ঘটনার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। রাজ্য সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে। গত ২৯ এপ্রিল শীর্ষ আদালতে মামলাটি উঠলে, তারা শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল। দু’মাস পরে, সোমবার মামলাটি বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে আবার উঠেছে।
সন্দেশখালি ঘটনায় সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শাহজাহান শেখ অন্যতম অভিযুক্ত। রাজ্য সরকার তাকে বাঁচানোর চেষ্টা করছে বলে আগে অভিযোগ উঠেছিল। সুপ্রিম কোর্ট সোমবার এই বিষয়ে প্রশ্ন তুলেছে। বিচারপতিরা জিজ্ঞাসা করেছেন, কেন একজন ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে? এর প্রেক্ষিতে, রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতকে জানিয়েছেন, শাহজাহানের বিরুদ্ধে ৪৩টি এফআইআর হয়েছে, যার মধ্যে রেশন দুর্নীতি সম্পর্কিত এফআইআর রয়েছে এবং ৪২টিতে চার্জশিট দেওয়া হয়েছে। শুনানিতে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট করেছেন যে, এই মামলায় আদালতের পর্যবেক্ষণ কোনওভাবে বিচার প্রক্রিয়ায় প্রভাব ফেলবে না,তা নিশ্চিত করতে হবে।