বাংলায় বিজেপির ভরাডুবির জেরে রাজ্য নেতৃত্বকে ফের তোপ সৌমিত্র খাঁয়ের !
লোকসভা নির্বাচন ২০২৪-এর প্রচারে এসে পশ্চিমবঙ্গে বিজেপি ৩০টি আসন জিতবে বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ বিজেপির নেতা-নেত্রীরা একই সুরে সায় দিয়েছিলেন। তবে, ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা গেছে, তারা মাত্র ১২টি আসনেই জয়লাভ করেছে। এরপর রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনা করতে দেখা গেছে বর্ধমান-দুর্গাপুরের পরাজিত প্রার্থী এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিষ্ণুপুরে জয়ী হওয়া সাংসদ সৌমিত্র খাঁকে।
মঙ্গলবার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ আবার রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিজেপির পরাজয়ের জন্য সমালোচনা করেছেন। তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য ২৪ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখার কথাও জানিয়েছেন।
সৌমিত্র খাঁ বলেন, “আমার তৃণমূলে যাওয়ার কোনো ইচ্ছে নেই। রাজ্যের বিজেপি নেতৃত্বের প্রতি আমার কোনো রাগ বা ভালোবাসা নেই। কেন্দ্রীয় নেতৃত্ব অনেক সুযোগ দিয়েছে, কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি, যা রাজ্য নেতৃত্বের ব্যর্থতা।
প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা সারা ভারতের মানুষ পাচ্ছেন, আমি চাই আমার এলাকার গরিব মানুষও তা পান। এর জন্য আমি ২৪ তারিখে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। আমি চাই এখানে ১০০ দিনের কাজ চালু হোক। উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলতে পারি।
বিজেপির টিকিটে জিতেছি, কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে সুযোগ দিয়েছে, এর অমর্যাদা করব না। বিজেপি কর্মীদের মর্যাদা রাখব। তবে বিষ্ণুপুর, বাঁকুড়া ও পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে হলে দেব। বাঁকুড়াতে আসলে ও আমন্ত্রণ করলে, বিষ্ণুপুর ও বাঁকুড়ার উন্নতির জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। এতে কোনো অন্যায় নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পারেন, তাহলে আমিও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি।”