লোকচক্ষুর আড়ালে সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সৌমিত্র ও পারমিতা !
সারা বছর চলে রাজনীতির দৌড়ঝাঁপ। তবে ভালোবাসা দিবসের দিনটা একটু অন্যরকম।নিজের ভালোবাসার মানুষের সঙ্গে রাজ্যবাসীর পরিচয় করিয়ে দিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
দিনটা ছিল ১৪ ফেব্রুয়ারী,ভ্যালেন্টাইন্স ডে। আর এই দিনেই লোকচক্ষুর আড়ালে সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সৌমিত্র খাঁর স্ত্রীর জন্মদিন। আর তার স্ত্রীকে শুভেচ্ছা জানাতে নিজের ব্যক্তিগত ফেসবুক থেকে একটি পোস্ট শেয়ার করেন । সেখানেই তার বর্তমান স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। তাতে লেখা শুভ জন্মদিন আমার স্ত্রী সোনা।
জানা গিয়েছে, সৌমিত্রর সঙ্গে ছবিটিতে রয়েছেন পারমিতা রায় চৌধুরীর। তিনি পেশায় একজন আইনজীবী। তাঁর সঙ্গেই নতুন জীবনে পা রেখেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ভালোবাসার দিনে নিজের জীবনের ভ্যালেন্টাইনের সঙ্গে সম্পর্কের কথা অকপটে স্বীকার করে স্ত্রীর জন্মদিনের জন্যই এই বিশেষ পোস্ট শেয়ার করেন সাংসদ।
ছবিতে অনেকেই ভালোবাসায় ইমোজি দিয়েছেন। কেউ কেউ নতুন জীবনের জন্য সাংসদকে শুভেচ্ছাও জানিয়েছেন। কী ভাবে সৌমিত্রর সঙ্গে আলাপ পারমিতার?
পারমিতা বলেন, আমাদের দুই পরিবারের মধ্যে দেখাশোনা করে বিয়ে হয়। কারণ, আমার সন্তান অনেকটাই ছোট। যখন আমার প্রথম স্বামী মারা যায় তারপর দীর্ঘ লড়াই করতে হয়েছে।এই কঠিন সময় পার হওয়ার বহু পরে আমার সঙ্গে সৌমিত্রর পরিচয়। তার আগে ওকে চিনতাম না। এরপর পরিবারের সকলেই বিষয়টি জানতে পারেন এবং আমরা আমাদের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিই।
ইতিমধ্যেই সৌমিত্র খাঁর সেই পোস্টে শুভেচ্ছা বন্যা বইয়ে গিয়েছে। সকলেই তাঁদের নতুন জীবনের জন্য অভিনন্দন জানান।