অর্জুন সিংয়ের (Arjun Singh) তৃণমূলে যাওয়ার পরই সৌমিত্র খাঁর দলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সেই বিতর্কে কার্যত জল ঢাললেন খোদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ”চতুর শেয়াল ভাইপো বন্দ্যোপাধ্যায় যেদিন তৃণমূল ছাড়বে সেদিন দলে ফেরার কথা ভাবব।”
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌমিত্র খাঁ বলেন, ”অর্জুনদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। কিন্তু, ব্যক্তিগত সম্পর্ক আর রাজনৈতিক সম্পর্ক এক নয়। চতুর শেয়ালের হাত ধরে আমি পাঁঠাবলী হব না। আমি চতুর শেয়ালের পতন দেখতে চাই। ভাইপো ব্যানার্জী যেদিন তৃণমূল থেকে সরবেন, সেদিন তৃণমূল নিয়ে চিন্তা করবো ।”
বিজেপি সূত্রে খবর, অর্জুন সিং দল ছাড়তেই তাঁর দায়িত্ব এবার দেওয়া হল সৌমিত্র খাঁকে। তাঁকে এবার দলের শ্রমিক সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। এ প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে BJP সাংসদ বলেন, ”একটা আলোচনা চলছে। সুকান্তদা এবং শুভেন্দুদার নির্দেশ অনুযায়ী কাজ করব।”
এদিকে, গেরুয়া শিবিরে ফের ভাঙন ধরাবেন অর্জুন সিং ? এ প্রসঙ্গে মঙ্গলবার অর্জুন সিংয়ের মন্তব্য নতুন করে জল্পনা তৈরি হয়েছিল। এবার কি তবে সৌমিত্র খাঁর ঘরওয়াপসির পালা? এ প্রসঙ্গে অর্জুন বলেন, ”সৌমিত্র আমার ভাই, তাড়াতাড়ি কিছু বলা ঠিক নয়। ওয়েট অ্যান্ড সি, অনেকে আসবে, এটা বলতে পারি।” এ প্রসঙ্গেই সৌমিত্র খাঁ বলেন, ”অর্জুনদার সঙ্গে সম্পর্ক ভালো না, এটা অস্বীকার করবো না। শুধু একটা কথাই বলব, চতুর শেয়াল ভাইপো বন্দ্যোপাধ্যায় যেদিন তৃণমূল কংগ্রেস ছাড়বে, আমি সেদিন তৃণমূলে ফিরে আসতে পারি। কারণ তাঁর নীচে আমি পার্টি করব না। এটা আমার রাজনৈতিক সিদ্ধান্ত।”