‘আড়িয়াদহ আসলে গুলি করে দেব’, মধ্যরাতে তৃণমূল সাংসদ সৌগত রায়কে ফোনে হুমকি!
কামারহাটির ডন জয়ন্ত সিংয়ের অপকর্মের ঘটনা পর পর প্রকাশিত হচ্ছে। এই নিয়ে সাংসদ এবং বিধায়কদের মধ্যে তীব্র বিতর্ক চলছে। এই সময়ে, দমদমের তৃণমূল সাংসদকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও, তাকে তুই-তোকারি করে অশালীন ভাষায় গালাগালি করার অভিযোগ উঠেছে।
সৌগত রায় যে ঘটনা নিয়ে প্রচণ্ড উদ্বিগ্ন, সে সম্পর্কে ইতিমধ্যেই বারাকপুর কমিশনারেটের কমিশনার অলোক রাজরিয়াকে ফোন করে বিস্তারিত অভিযোগ জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে সৌগত রায় প্রকাশ করেছেন যে, মঙ্গলবার মধ্যরাতে তিনি এক অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়েছেন। ফোনে অশ্লীল ভাষায় গালাগালি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও, জয়ন্ত সিংকে মুক্তি না দিলে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
এমনকি আড়িয়াদহ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে গুলি করে দেওয়ারও হুমকি তাঁকে দেওয়া হয় বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন এই বর্ষীয়ান তৃণমূল নেতা। যদিও এরপর থেকে ওই ফোন নম্বরে আর যোগাযোগকরা যায়নি বলে জানিয়েছেন সৌগত রায়।
মাঝরাতের এই ঘটনায় তৃণমূল সাংসদ প্রচণ্ড আতঙ্কিত। তবে তিনি নিরাপত্তার জন্য অতিরিক্ত রক্ষী চাইবেন না বলেই জানিয়েছেন। তাঁর মতে, জয়ন্ত সিংয়ের অপকর্মের পেছনে পুলিশের একাংশ দায়ী। অন্যদিকে, জয়ন্ত সিংয়ের কেলেঙ্কারি প্রকাশ পেতেই কামারহাটির বিধায়ক মদন মিত্রও চাপের মুখে।
যদিও তিনি নিজেও আতঙ্কে রয়েছে বলে জানিয়েছেন। তাঁর কথায়, এদেরকে সামনে রেখে পুলিশই গুলি করিয়ে দেবে। বলবে মদন মিত্রের জন্য ধরতে হচ্ছে। এই অবস্থায় ভবানীপুর চলে যাওয়ারও কথা বলেন তৃণমূল বিধায়ক।
তালতলা ক্লাবের ভিতরে এক ব্যক্তিকে উইকেট দিয়ে মারধর করা হয়েছে। তিনি তরুণ নাকি তরুণী, এ নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরে, এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বুধবার এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেছে।
জয়ন্ত সিংয়ের এক প্রধান সহযোগী, সুমনকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। এক নতুন ভাইরাল ভিডিওতে দেখা গেছে যে, একটি ক্লাবের ভেতরে এক ব্যক্তিকে উইকেট দিয়ে মারধর করা হচ্ছে। এই ঘটনায় জয়ন্ত সিং এবং তার দলের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে শাসক দল তৃণমূল চরম অস্বস্তিতে রয়েছে। আড়িয়াদহের ঘটনার কারণে তৃণমূল কিছুটা ব্যাকফুটে আছে। এই ঘটনায় সাংসদ থেকে বিধায়ক পর্যন্ত সবাই দায়িত্ব এড়াতে চাইছেন। জয়ন্ত সিংয়ের দলের ছয় জন সদস্যকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, এবং বিভিন্ন ভিডিওতে তাদের অপকর্মের প্রমাণ উঠে আসছে। এই প্রেক্ষাপটে, দমদমের তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে মধ্যরাতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।