জিনা হারাম করে দেবো! ভাঙড়ে দাঁড়িয়ে আইএসএফ (ISF) কে হুমকি শওকত মোল্লার !
ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লার ‘হুঁশিয়ারি’ নিয়ে তৈরি হল বিতর্ক। দক্ষিণ ২৪ পরগনার ঘটনাবহুল ভাঙড় থানা সদ্য কলকাতা পুলিশের ডিভিশন হয়েছে। কিন্তু রাজনৈতিক উত্তাপ অব্যাহত। রবিবার কার্যত প্রশাসনকেও চ্যালেঞ্জ জানিয়েছেন শওকত। যা নিয়ে সরব হয়েছে আইএসএফ এবং বিজেপি।
দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ-এর সঙ্গে দলের নেতা কর্মীদের সংঘর্ষের প্রেক্ষিতে হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। তিনি বলেন প্রশাসন যদি দৃষ্টান্ত মূলক শাস্তি না দেয়, তাহলে শাস্তি এখানকার জনগনের দ্বারা পেতে হবে। এটা যেন মাথায় থাকে, শুধু তাই নয়, বোদরার মাটিতে জিনা হারাম করে দেব ওদের, আমি বলে যাচ্ছি।
প্রসঙ্গত , দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে খড়গাছিতে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে অশান্তি হয়। এর প্রেক্ষিতে সভা করে তৃণমূল। শাসকদলের অভিযোগ, তাদের তিন কর্মীর উপর হামলা হয়েছে। তাঁরা সবাই গুরুতর জখম হয়েছেন। রবিবারের সভা তারই প্রতিবাদে। সেখানে শওকতের এই মন্তব্যের প্রেক্ষিতে আইএসএফ নেতা রাইনুর হক বলেন, রাজনীতি করতে এসে খুনোখুনি কেন করতে হবে? মানুষের যাকে পছন্দ তাকেই বেছে নেবে। আর শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ ভাবে ভোট হলে ভাঙড়ের মাটিতে তৃণমূল বলে কিছু থাকবে না।তাই আগে থেকে ভয় পেয়ে শওকত মোল্লারা এ সব বলছেন।