বেআইনি কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লি পাতিয়ালা হাউস কোর্ট।
কয়লা পাচার কাণ্ডে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বেশ কয়েকবার নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি(ED )। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কয়েকবারনোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি।
অভিষেক জিজ্ঞাসাবাদের জন্য দুবার নয়াদিল্লিতে ইডি দফতরে হাজির হয়েছিলেন। কিন্তু রুজিরা নোটিস পাওয়া সত্ত্বেও যাননি। সেই কারণেই ইডি পাতিয়ালা হাউজ কোর্টে মামলা করেছে। তার ভিত্তিতে তাঁকে গ্রেফতারের জন্য অনুমতি দিয়েছে আদালত।
গত ২১ ও ২২ মার্চ দিল্লির ইডি দফতরে অভিষেক ও তাঁর স্ত্রীকে হাজিরা দিতে বলা হয়েছিল। অভিষেক সেখানে গিয়েছিলেন। তাঁকে ৮ ঘণ্টা ধরে জেরা করা হয়। কিন্তু রুজিরা যাননি। প্রসঙ্গত, গত ২০২১ এর সেপ্টেম্বর মাসেও একবার রুজিরাকে নোটিস পাঠানো হয়েছিল। তখন রুজিরা ইডিকে জানিয়েছিলেন, দিল্লিতে কোভিডের প্রকোপ কমেনি। এই পরিস্থিতিতে দিল্লি গেলে তাঁর জীবন সংশয় হতে পারে, তাই তিনি যাবেন না।