নিজেদের সুরক্ষিত রাখতে একজোট হতে হিন্দুদের কি বার্তা আরএসএস প্রধান মোহন ভাগবতের!
RSS প্রধান মোহন ভাগবত বলেছেন, নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হিন্দুদের সকল ভেদাভেদ ভুলে একজোট হওয়া উচিত। এক সম্মেলনে তিনি উল্লেখ করেন যে, সমাজে জাতপাতের মতো বৈষম্য প্রচলিত থাকলেও, ভারতের হিন্দু রাষ্ট্রে এসব ভুলে একত্রিত হওয়া জরুরি। তিনি আরও বলেন, ভারতে বসবাসকারী প্রত্যেকেই প্রকৃতপক্ষে হিন্দু।
মোহন ভাগবত রাজস্থানের বরানে আরএসএসের এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন, যেখানে ৩,৮২৭ জন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। আরএসএসের শীর্ষ নেতারাও সেখানে ছিলেন। বক্তৃতা দেওয়ার সময় ভাগবত হিন্দুদের ‘সুরক্ষা’র প্রসঙ্গ তুলে ধরেন এবং বলেন, “হিন্দু সমাজের উচিত নিজেদের নিরাপত্তার জন্য একত্রিত হওয়া। ভাষা, জাত, প্রদেশের বিভাজন ভুলে একজোট হতে হবে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্যনিষ্ঠ থাকতে হবে।”
মোহন ভাগবত পূর্বেও বহুবার ভারতকে হিন্দুরাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছেন। রাজস্থানের এক সভায় তিনি একই দাবি জানিয়ে বলেন, “প্রাচীন যুগ থেকেই আমরা এখানে বাস করছি। ‘হিন্দু’ শব্দের উদ্ভব অনেক পরে। ভারতে বাস করা সকলেই হিন্দু। তাই আমাদের উচিত আলোচনা করে একত্রে থাকা এবং সম্প্রীতির পরিবেশ ধরে রাখা।”
আরএসএস প্রধানের বার্তা প্রকাশের মধ্যেই অভিযোগ জানা গেছে যে, গোয়ার প্রাক্তন আরএসএস প্রধান ক্যাথলিক খ্রিস্টান মিশনারি সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন। এই ‘সাম্প্রদায়িক’ মন্তব্যের প্রতিবাদে, গোয়ার খ্রিস্টান সম্প্রদায় ভেলিংকরের গ্রেপ্তারির দাবি জানিয়ে পথে নেমেছে। সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের বিরুদ্ধে করা মন্তব্যের জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও গেরুয়া শিবিরকে সমালোচনা করেছেন। এই ঘটনায় সাগরপারের উত্তেজনা শীর্ষে পৌঁছেছে।