RIL AGM 2021 : বার্ষিক সাধারণ সভা শেষে একগুচ্ছ নয়া ঘোষণা করলো Reliance India Limited !
২৪ সে জুন শেষ হয়েছে Reliance এর ৪৪ তম বার্ষিক সাধারণ সভা বা AGM। একগুচ্ছ নয়া ঘোষণা, বিনিয়োগের নতুন খবর– সবমিলিয়ে কার্যত জমজমাট ছিল AGM এর বৈঠক।
5G টেলিকম পরিষেবা
জিও এর হাত ধরে শুরু হতে চলেছে 5G টেলিকম পরিষেবা। এর সঙ্গে এই কাজে যুক্ত হতে চলেছে গুগল । Google Cloud Partnership ও Reliance Jio এর যৌথ প্রস্তাবনায় ভারতে এই বছর অথবা আগামী বছর থেকে শুরু হতে চলেছে এই 5G টেলিকম পরিষেবা।
৪৪ তম বার্ষিক AGM এর শেষে সবচেয়ে বড় চমক রিলায়েন্স-আরামকো চুক্তি। ২০১৯ সাল থেকে এই দুই কোম্পানির মধ্যে ব্যবসায়িক চুক্তি নিয়ে কথাবার্তা চলছিল। অবশেষে ২০২১ সালে তা বাস্তবায়িত হতে চলেছে। ১৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে স্বাক্ষর হয়েছে এই চুক্তি।
মেগা গ্রিন এনার্জি রোডম্যাপ:
রিলায়েন্স এর উদ্যোগে ৭৫ হাজার কোটি টাকার বিনিয়োগ শুরু হতে চলেছে মেগা গ্রিন এনার্জি প্রকল্পে। মোট চারটি গিগা ফ্যাক্টরি শুরু হতে চলেছে দেশ জুড়ে।
জিও ইনস্টিটিউট:
৪৪তম AGM এর শেষে নীতা আম্বানি জিও ইনস্টিউটের কথা ঘোষণা করেছেন। নবি মুম্বইয়ের ক্যাম্পাসে শুরু হতে চলেছে প্রথম পঠনপাঠন।
কোভিড কেয়ার:
দেশজোড়া অতিমারির মাঝে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়তে পাঁচটি বিশেষ নীতি ঘোষণা করেছে রিলায়েন্স ফাউন্ডেশন । মিশন অক্সিজেন , মিশন কোভিড ইনফ্রা , মিশন আন্না সেভা, মিশন এম্পলয়ি কেয়ার , মিশন ভ্যাক্সিন সুরক্ষা ।
এনার্জি খাতে বিনিয়োগ:
বার্ষিক সাধারণ সভার শেষে রিলায়েন্স গোষ্ঠী তিনটি বড় ঘোষণা করেছে। ১) আগামী বছর থেকে সারা বিশ্বে বৃহৎ শক্তিসামগ্রী উৎপাদনে অন্যতম বড় ফ্যাক্টর হবে রিলায়েন্স। দ্বিতীয়ত, ব্যালেন্স শিট, প্রযুক্তি ও প্রতিভা– এই তিনটির যাবতীয় প্রায়োগিক ক্ষেত্রে নেতৃত্ব দেবে রিলায়েন্স। তৃতীয়ত, বৃহৎ শক্তিসামগ্রী উৎপাদনের যে ব্যবসা তাকে প্রকৃতপক্ষে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাবে রিলায়েন্স।
এছাড়াও বার্ষিক সাধারণ সভার শেষে রিলায়েন্স গোষ্ঠী ঘোষণা করেছে তারা কোনও কর্মচারীদের বেতন, বোনাস ও অন্য কোনওরকম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করবে না !