‘এক ঘরে অত্যাচার, অন্য ঘরে দেহ রেখেছে, CCTV ফুটেজ নষ্ট করেছে’,আর জি কর কাণ্ডে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর !
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে প্রশ্নের ঝড় বিরামহীন। সিবিআই ইতিমধ্যেই তদন্ত আরম্ভ করেছে। বিচারের প্রত্যাশায় মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে যোগ দিয়েছেন, যার মধ্যে জুনিয়র চিকিৎসকরাও রয়েছেন। এই ঘটনায় মৃত্যু ও ধর্ষণের প্রতিবাদে বিজেপিও সামিল হয়েছে। রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে এক সভায় শুভেন্দু অধিকারী আরজি কর ঘটনা নিয়ে কথা বলেছেন।
বাংলার বুকে মহিলা নিরাপত্তার প্রশ্নে এদিন শুভেন্দু অধিকারী সংশয় প্রকাশ করেন। বিরোধী দলনেতা এবং বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘উত্তর প্রদেশে যখন কোনো ঘটনা ঘটে, যোগীজি কী পদক্ষেপ নেন তা আপনারা দেখতে পাচ্ছেন। অসমেও এমন ঘটনা ঘটেছে। পুকুরে চুবিয়ে পুলিশ জল খাওয়ানো হয়েছে। মহারাষ্ট্রে আমাদের সরকার… সেখানে বদলাপুরে ধর্ষককে ‘রাম নাম সত্য হ্যায়’ বলে শাস্তি দেওয়া হয়েছে। আমরা এক অদ্ভুত রাজ্যে বাস করি…’ তিনি আরজি কর নির্যাতিতার ঘটনা এবং ৩৬ ঘণ্টা কর্মরত থাকার পর নির্যাতিতার সঙ্গে ঘটে যাওয়া সেই অভিশপ্ত ঘটনার কথা তুলে ধরেন।
শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে সুপ্রিম কোর্টের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, আরজি কর হাসপাতালের ঘটনায় সিবিআই দ্বারা প্রদত্ত রিপোর্টে সুপ্রিম কোর্টও স্তম্ভিত হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, ‘কী অদ্ভূত.. ধর্ষক সঞ্জয় রাই এবং ডাক্তার সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন, এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলও একই জেলে গ্রেফতার।’ তিনি খোঁচার সুরে প্রশ্ন করেন, ‘আপনি যদি আক্রান্ত হন, কোথায় যাবেন? থানায়, তাই না? কিন্তু দেখুন, থানার ওসি নিজেই জেলে। আরজি করের প্রাক্তন মালিকও জেলে। এই ভূ-ভারতে কোথাও খুঁজে পাবেন না ?’
রাজ্যের বিরোধী দলনেতা, শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমি রাজ্যের বিরোধী দলনেতা। আমি আপনাদের বলছি… এক ঘরে অত্যাচার হয়েছে, অন্য ঘরে দেহ নিয়ে গিয়ে রাখা হয়েছে, পোস্ট মর্টেমের পর যে জামাকাপড় দেওয়া হয়েছে, সেগুলোও বদলানো হয়েছে, ভিসেরা পরিবর্তন করা হয়েছে, রক্তের নমুনা বদলানো হয়েছে, সিসিটিভি ফুটেজ নষ্ট করা হয়েছে। ভাবুন তো, আপনারা কোন রাজ্যে আছেন? এই মুখ্যমন্ত্রী নিজেই খুনের সাথে জড়িত ?’