রামমন্দিরের স্মারক ডাকটিকেট প্রকাশ করে ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা নরেন্দ্র মোদীর!
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে উন্মাদনায় মেতেছে সারা ভারতবর্ষ । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা দেশ উৎসবের আমেজে ভাসছে। এরই মধ্যে এবার বড় ঘোষণা করল কেন্দ্র সরকার ।আগামী ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসে অর্ধদিবস ছুটি থাকবে।
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে ছুটির ঘোষণা করা হয়েছে। ওইদিন দুপুর ২.৩০ পর্যন্ত সরকারি অফিসে ছুটি। তার পর থেকে বাকি সময় কাজ হবে। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার আগেই অযোধ্যা-সহ গোটা উত্তর প্রদেশে সমস্ত স্কুল, সরকারি অফিসে ছুটি ঘোষণা করেছিল। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে ২২ জানুয়ারি উত্তর প্রদেশ-সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যেও সেদিন রাজ্যে মাছ, মাংস ও মদে ও নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত দেশ-বিদেশের কয়েক হাজার অতিথির উপস্থিতিতে ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি। যদিও রাম মন্দিরের উদ্বোধন ও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান ১৬ জানুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে। তবে মূল অনুষ্ঠানটি হবে আগামী ২২ জানুয়ারি। সেদিন নির্দিষ্ট তিথি অনুযায়ী দুপুর সাড়ে ১২টায় বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পুজো-অর্চনা শুরু হবে এবং চলবে দুপুর আড়াইটে পর্যন্ত। সেই অনুষ্ঠানটি সরাসরি টিভি চ্যানেল-সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে।
এদিকে আজ রাম মন্দিরের নিয়ে তৈরি করা ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে একটি বইয়ের প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সেই বইয়ে রয়েছে রামমন্দিরের সম্বলিত বিভিন্ন ডাকটিকিটের সংকলন। বিশ্বের বিভিন্ন দেশে ভগবান শ্রী রামের উপর যে সব ডাকটিকিট তৈরি হয়েছে, তা রয়েছে এই বইয়ে। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে যে ৬টি ডাকটিকিট প্রকাশিত হয়েছে তাতে রয়েছে বিভিন্ন দেবদেবী। রাম মন্দির, ভগবান গণেশ, ভগবান হনুমান, জটায়ু, কেভাত্রাজ,মা শাবরির ছবি রয়েছে প্রকাশিত ওই সব ডাকটিকিটে।
এই সংকলিত স্ট্যাম্প বইটি বিভিন্ন সমাজের প্রতি শ্রী রামের আন্তর্জাতিক আবেদন তুলে ধরার একটি প্রচেষ্টা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।