রামমন্দিরের বিরোধী মুখ্যমন্ত্রী মমতার পাড়ায় এসে রামমন্দিরের নিমন্ত্রণ কর্মসূচি করে গেলেন শুভেন্দু অধিকারী!
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে যে মুহূর্তে হাজরা থেকে সংহতি মিছিলের কথা ঘোষণা করলেন , ঠিক সেই সময়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে এসে রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্রের সঙ্গে ‘হলদি চাল’ বিলি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার বিকেল ৪টের কিছু পরে হাজরা মোড়ে আসেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।সাধু সন্তদের নিয়ে বিভিন্ন দোকানে গিয়ে সেখানে হাজির হয়ে দোকানদার ও স্থানীয় জনতার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।
সেখানে তিনি বলেন আগামী মঙ্গলবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে তাঁদের সকলকে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলে দেওয়া কর্মসূচি পালন করতে। তিনি আরো বলেন, উদ্বোধনের দিন অযোধ্যায় না গিয়ে বাড়িতে বাড়িতে পাঁচটি করে মঙ্গল প্রদীপ জ্বালান ।
এদিন দক্ষিণ কলকাতা বিজেপির তরফে জানানো হয়েছে, বিরোধী দলনেতার এই কর্মসূচি কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না। একটি হিন্দুত্ববাদী সংগঠনের তরফে বিরোধী দলনেতা সামাজিক অনুষ্ঠানে শামিল হতে এসেছিলেন। যদিও, কর্মসূচি পালনের সময় দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ খটিক-সহ একাধিক বিজেপি কর্মীরা শুভেন্দু অধিকারীর সঙ্গেই এই কর্মসূচি পালন করেন।