প্রায় এক মাস অতিক্রান্ত হলেও, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ড নিয়ে এখনও অনেক প্রশ্ন অনুত্তরিত রয়েছে। সঞ্জয় রায় ব্যতীত আর কেউ গ্রেপ্তার হয়নি। ন্যায়বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে, এবং জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। তারা এখন নতুন কর্মসূচির ঘোষণা করেছেন।
জুনিয়র ডাক্তাররা ঘোষণা করেছেন যে, রবিবার সকাল ১০টায় ‘অভয়া ক্লিনিক’ উদ্বোধন করা হবে। রাজ্যের বিভিন্ন অংশে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এরপর, বিকেল ৫টায় তারা মানববন্ধন করবে। জাতীয় সঙ্গীতের তালে ন্যায়বিচারের দাবি জানাবে মিছিলকারীরা। মধ্যরাতে আবার সকলকে পথে নামার আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। উল্লেখ্য, সেই দিন রাতে ‘রাত দখলে’র আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন ছাত্রী রিমঝিম ও। এই আগে, ১৪ আগস্ট মধ্যরাতে তিনিই ‘রাত দখলে’র আহ্বান জানিয়েছিলেন।
আগামী সোমবার সুপ্রিম কোর্টে আর.জি.কর মেডিকেল কলেজের এক তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের মামলার শুনানি হবে। সেদিন আদালতের ঘটনাবলী সকলের নজরে থাকবে। জুনিয়র চিকিৎসকরা সকাল ১০টা থেকে আধঘণ্টা কর্মবিরতি পালন করে সকলকে পথে নামার আহ্বান জানিয়েছেন। সুবিচারের দাবিতে, ৩০ দিন পর মিছিলকারীরা প্রশ্ন তুলবেন, “আর কবে?” একই দিনে, ‘জনতার মতামত, রাজপথে আদালত’ নামে একটি কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা।
‘অভয়া ক্লিনিক’-এর নিকটবর্তী এলাকায় একটি কর্মসূচির আয়োজন করা হবে। সেখানে জনগণ হত্যাকাণ্ডের বিষয়ে নিজেদের মতামত জানাতে পারবেন। রাত ৯টায় শান্তিপূর্ণ প্রতিবাদের আয়োজন হবে। সমাজের বিভিন্ন স্তরের মানুষদের মিছিলে যোগ দেওয়ার জন্য চিকিৎসকরা আহ্বান জানিয়েছেন। সুপ্রিম কোর্টের শুনানির ফলে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।