আরজি কর দুর্নীতি কাণ্ডে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডেকে গ্রেফতার করল সিবিআই
আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সহযোগী আশিস পাণ্ডেকে সিবিআই গ্রেফতার করেছে। সিবিআইয়ের অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের গোয়েন্দারা বৃহস্পতিবার সন্ধ্যায় জানতে পারেন যে, আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতিতে আশিস পাণ্ডের জড়িত থাকার প্রমাণ রয়েছে। এরপর তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনার আগে আজকের দিনে সিবিআই দফতরে তাকে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
কে এই আশিস পাণ্ডে?
- সিবিআইয়ের মূল অভিযোগ হল, সন্দীপ ঘোষের খুবই ঘনিষ্ঠ এবং আপন ব্যক্তি হলেন আশিস পাণ্ডে।
- এই তৃণমূল নেতা আরজি করের টিএমসিপি ইউনিটের সভাপতি পদেও আসীন।
- আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির ঘটনা তদন্তে নেমে সিবিআই গোয়েন্দারা চিকিৎসকদের সাথে কথা বলে জানতে পেরেছেন যে, আশিস নামে এক ব্যক্তি জুনিয়র চিকিৎসকদের প্রকাশ্যে হুমকি দিয়েছেন।
- গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে যখন এক তরুণী চিকিৎসকের মৃতদেহ পাওয়া গিয়েছিল, সেই সময় সেমিনার হলে অর্থাৎ ঘটনাস্থলে আশিসকে দেখা গিয়েছিল।
- এছাড়াও, আরজি কর হাসপাতালে অবস্থিত ক্যাফে এবং দোকানগুলির দেখভাল আশিস পাণ্ডে করতেন বলে জানা গেছে।
আজ সকাল থেকে আশিস পাণ্ডেকে অনবরত জেরা করেছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার গোয়েন্দারা। তবে জেরায় তিনি প্রতিটি প্রশ্নের উত্তর খুব চালাকি সহকারে এড়িয়ে গেছেন। সহযোগিতা না করায় শেষ পর্যন্ত সিবিআই তাকে গ্রেফতার করে। সন্দীপ সহ এই মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজন গ্রেফতার হয়েছেন। উল্লেখ্য, আরজি কর কেলেঙ্কারির প্রেক্ষিতে অভিযোগ উঠেছে যে, হাসপাতালে তিন বছর ধরে আর্থিক অনিয়ম চলছে। এর তদন্তের জন্য গত ১৬ অগস্ট রাজ্য সরকার একটি বিশেষ তদন্ত দল গঠন করেছিল।