বিনীত গোয়েলকে কী শাস্তি দেওয়া যায়? মোদীর মন্ত্রকের কাছে জানতে চাইলেন হাইকোর্টের প্রধান বিচারপতি !
কলকাতার বরখাস্ত পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিপদ আরও বেড়েছে। আরজিকর মেডিক্যালে নির্যাতিত চিকিৎসকের নাম প্রকাশ করায় তাঁর বিরুদ্ধে FIR দায়েরের দাবি জানিয়ে করা জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ দফতরকে সংযুক্ত করতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। এই দফতরকে আদালতে হলফনামা দিয়ে ব্যাখ্যা করতে হবে যে, একজন IPS অফিসারের বিরুদ্ধে এই পরিস্থিতিতে কী আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব।
গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যালে এক নির্যাতিত চিকিৎসকের নাম কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করেন। এরপর, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবিতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সোমবার, এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ মন্ত্রককে এই মামলায় যুক্ত করার নির্দেশ দেন, যার দায়িত্বে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধান বিচারপতি বলেছেন, একজন IPS অফিসার যদি এমন কোনো অপরাধ করেন, তাহলে তার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সে সম্পর্কে হলফনামা দিয়ে কেন্দ্রকে অবহিত করতে হবে। এরপর বিনীত গোয়েলের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে আদালত সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় কিছুদিন ধরে কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানি স্থগিত রেখেছিল। গত সোমবার সুপ্রিম কোর্ট যখন হাইকোর্টকে বিষয়টি দেখার নির্দেশ দেয়, তখন মামলাটির শুনানি পুনরায় শুরু হয়। এই মামলায় মামলাকারীর পক্ষে আইনজীবী মহেশ জেঠমালানি প্রতিনিধিত্ব করছেন। যদি বিনীত গোয়েলকে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তার ২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, পুজোর ছুটির পরে মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।