নাগরিক মিছিলের শেষে রাত জাগছে ধর্মতলা,স্বস্তিকা- বিদীপ্তা-বিরসারা ধর্মতলায় ধর্না অবস্থানে !
কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত, এভাবেই রবিবার মহানগরীর পথে পথে মানুষের পা মেলানো হল। ধর্মতলায় সমাবেশের মঞ্চে জনতার ভিড় ছিল। সেখান থেকেই সবাই—সাধারণ মানুষ থেকে তারকা—প্রত্যেকের বার্তা ছিল, “শেষ দেখে ছাড়ব।” পরিকল্পনা অনুযায়ী, দাবি দাওয়া পেশ করা, বক্তব্য রাখা, গানের সুরে ও নাচের তালে, মূকাভিনয়ের ছন্দে প্রতিবাদ জারি থাকবে। তবে রাত জাগার কোনো পরিকল্পনা ছিল না।
সন্ধ্যা নামতেই পরিবেশ পাল্টে যায়। মিছিলের অংশগ্রহণকারীরা ধর্নায় বসে পড়েন। টলিউডের নামকরা ব্যক্তিত্বরা জনসাধারণের সাথে রাত কাটাবেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ধর্না ভোর ৪টে পর্যন্ত চলবে। ধর্নার সময় আরও বাড়ানোর সম্ভাবনা আছে। স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্যরা পথেই বসেছেন। তাঁদের চারপাশে রয়েছেন বিরসা দাশগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, রাতাশ্রী দত্ত প্রমুখ। বিরসা জানিয়েছেন, পাঁচ দফা দাবি নিয়ে রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা, নারী ও শিশু শিক্ষা দফতর এবং পরিবহন মন্ত্রকে ইমেল করা হয়েছে। তাঁরা জবাবের অপেক্ষায় আছেন। জবাব না পাওয়া পর্যন্ত কেউ উঠবেন না।
‘আমার তিলোত্তমা’ মঞ্চের আয়োজনে আজকের ‘মহামিছিল’ অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলে পা মেলানো হয়েছে অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, মধুরিমা গোস্বামী সহ অন্যান্যরা। মিছিল চলাকালীন সকলে বলেছেন, ‘‘৫ সেপ্টেম্বরের জবাবের অপেক্ষা। যদি উত্তর পাওয়া যায়, তাহলে ভালো, নতুবা প্রয়োজনে আরও বড় আন্দোলন হবে।’’ এছাড়াও, ২ সেপ্টেম্বর লালবাজার অভিযান এবং ৪ সেপ্টেম্বর রাত ৯টায় ঘরের আলো নিভিয়ে মোমবাতি হাতে রাতে নামার আহ্বান জানানো হয়েছে ‘আমরা তিলোত্তমা’ মঞ্চ থেকে। ধর্মতলার সমাবেশে মধুরিমার মূকাভিনয় দলের শিল্পীরা প্রতিবাদ জানিয়েছেন। সমাবেশে উপস্থিত সকলে অরিজিৎ সিংহের গানে গলা মিলিয়েছেন। সমাবেশ মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছে, ভোর ৪টে পর্যন্ত ধর্না চলবে।