রাজ্য থেকে এখনই সরছে না কেন্দ্রীয় বাহিনী! নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের !
ভোটের পরের অশান্তি নিয়ে অভিযোগের পরিসংখ্যান দেখে, কলকাতা হাই কোর্ট রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়িয়েছে। আগামী বুধবার, অর্থাৎ ২৬ জুন পর্যন্ত বাহিনী থাকবে, এমন নির্দেশ দিয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। আগের নির্ধারিত সময় ছিল ২১ জুন, শুক্রবার পর্যন্ত, যা এখন বাড়ানো হয়েছে।
গত শুক্রবার, হাই কোর্টের একই বেঞ্চে ভোটের পরের অশান্তি নিয়ে মামলার শুনানি হয়েছিল। রাজ্য পুলিশ দুই দিন আগে অভিযোগ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদান করেছে, যার অনুযায়ী ১৮ জুন পর্যন্ত ইমেলে সাড়ে আটশোর বেশি অভিযোগ এসেছে, যার মধ্যে ২০৪টি আদালত-গ্রাহ্য এবং FIR দায়ের প্রয়োজন। আদালত মনে করে, প্রতি জেলায় গড়ে ১০টি করে আদালত-গ্রাহ্য অভিযোগ এসেছে। কেন্দ্রীয় বাহিনী রাখা নিয়ে কেন্দ্র কোনও সিদ্ধান্ত না নিলেও, স্বরাষ্ট্র মন্ত্রক আদালতের নির্দেশ মেনে বাহিনী মোতায়েন রাখতে সম্মতি জানিয়েছে।
বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চ বলেছেন, যেখানে অভিযোগ আসছে, সেখানে পুলিশকে আরও সক্রিয় হতে হবে এবং সবাইকে নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করতে হবে। মঙ্গলবারের মধ্যে এই কাজ সম্পন্ন করা প্রয়োজন। বেঞ্চ আরও জানিয়েছে যে, ভোটের পরের অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ এসেছে এবং বিচারপতি এর ভিত্তিতে বাস্তব চিত্র জানতে চান।