২৯ ফেব্রুয়ারির পর আর পরিষেবা দিতে পারবে না পেটিএম (Paytm), জানিয়ে দিল RBI
পেটিএমের(PAYTM) উপর আসলো নিষেধাজ্ঞা ! ২৯ ফেব্রুয়ারির পর আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না তারা। কোনও গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট বা ফাস্টট্যাগে কোনও টাকা জমা নিতে বা ক্রেডিটে লেনদেনও করতে পারবে না।
পেটিএমের(PAYTM) অভিভাবক সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশন লিমিটেড, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড (পিবিবিএল)-এর উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) র তরফে জানানো হয়েছে, ‘ক্রমাগত নিয়ম লঙ্ঘন’ এবং তত্ত্বাবধানের অভাবেই এই কড়া পদক্ষেপ। তবে এর ফলে পেটিএমের(PAYTM) ইউপিআই (UPI)লেনেদেন কোনও সমস্যা হবে না। এই বিষয়ে সংস্থার বা তাঁর প্রধান বিজয়শেখর শর্মা কোনও মন্তব্য করেননি।
২০২২ সালেই আরবিআই পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড (পিবিবিএল) কে নির্দেশ দিয়েছিল, কোনও নতুন গ্রাহক গ্রহণ করা যাবে না। তার পরই মনে করা হচ্ছিল, যে কোনও সময়ে পেটিএমের ব্যাঙ্কিংয়ের উপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে। এ বার তা-ই করা হলো । তবে পেটিএম (PAYTM) অ্যাকাউন্টে টাকা জমা থাকলে ইউপিআই (UPI) লেনদেনে কোনও নিষেধাজ্ঞা নেই।
Action against Paytm Payments Bank Ltd under Section 35A of the Banking Regulation Act, 1949https://t.co/bswaWHSxtk
— ReserveBankOfIndia (@RBI) January 31, 2024