টানা সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, জেরা শেষে মুখে কুলুপ পার্থ চট্টোপাধ্যায়ের !হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার পরই রক্ষাকবচ ছাড়া সিবিআই(CBI ) দপ্তরের উদ্দেশে রওনা দেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
দুর্নীতি মামলায় টানা সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। এদিন এই বিকেল ৫টা নাগাদ কোলকাতার নাকতলার বাড়ি থেকে বের হন রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ৫টা ৪৫ মিনিট নাগাদ সিবিআই দপ্তরে হাজিরা দেন পার্থ। টানা সাড়ে ৩ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। রাত সাড়ে ন’টা নাগাদ সিবিআই দপ্তর থেকে বেরোন তিনি। যদিও জেরা শেষে বেরোনোর পর সাংবাদিকদের এড়িয়ে যান পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই সূত্রের খবর, এদিন পার্থবাবুকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের দাবি এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্যদের দেয়া বয়ানের সঙ্গে তাঁর বয়ান মিলিয়ে দেখা হবে ।
উল্লেখ্য ,পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কোনওরকম আইনি রক্ষাকবচ নেই,তাই জিজ্ঞাসাবাদের পর,ইচ্ছা করলে সিবিআই চাইলে তাঁকে গ্রেপ্তারও করতে পারে,অথবা তার বক্তব্যে কোনো অসংগতি পেলে ফের ডাকতে পারে সিবিআই ।