পদ্মভূষণ পেয়েছেন বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তী ,গায়িকা ঊষা উথুপ! রইল সম্পূর্ণ তালিকা!
বাংলা তথা ভারতীয় ছবির জগতে তাঁর বিরাট অবদান। শুধু অভিনেতা হিসেবেই নয়, ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ভূমিকা পালন করেছেন তিনি।তিনি হচ্ছেন মিঠুন চক্রবর্তীর। এবার পদ্মভূষণে সম্মানিত হলেন মহাগুরু।
মিঠুন চক্রবর্তী গত কয়েক দশক ধরে হিন্দি এবং বাংলায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন। কখনও ডিস্কো ডান্সার নাচ দিয়ে ভারতীয় ছবির ডান্স পারফরম্যান্সে বিপ্লব ঘটিয়েছেন তো কখনও বাবার ভূমিকাতেও হয়ে উঠেছে হিরো। এবার পদ্মভূষণে সম্মানিত হচ্ছেন তিনি। তাঁর পাশাপাশি বাংলার শিল্পী ঊষা উথুপও পদ্মভূষণ পেয়েছেন। মরণোত্তর পদ্মভূষণ পেয়েছেন বাংলার সত্যব্রত মুখোপাধ্যায়।
পদ্মভূষণ দেওয়া হয়েছে ১৭ জনকে। এটি কেন্দ্রের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান। এই তালিকায় রয়েছেন কেরলের এম ফতিমা বিভী (মরণোত্তর), মহারাষ্ট্রের সাহিত্য সাংবাদিক হরমুসজি এন কামা, কর্নাটকের শিল্পপতি সীতারাম জিন্দল, মহারাষ্ট্রের চিকিৎসক অশ্বিনী বালচাঁদ মেহতা, মহারাষ্ট্রের রাম নায়েক, গুজরাতের চিকিৎসক তেজস মধুসূদন পটেল, কেরলের ওলানচেরি রাজাগোপাল, মহারাষ্ট্রের দত্তত্রয় অম্বদাস মায়ালু ওরফে রাজদূত, লাদাখের তোগদান রিনপোচে (মরণোত্তর), মহারাষ্ট্রের পেয়ারেলাল শর্মা, বিহারের চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর, তামিলনাড়ুর বিজয়কান্ত (মরণোত্তর) এবং মহারাষ্ট্রের কুন্দন ব্যাস।
এ বছর মোট পাঁচ জনকে সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ প্রদান করা হয়েছে। চিরঞ্জীবী, বেঙ্কাইয়া নাইডু ছাড়াও এই সম্মান পেয়েছেন তামিলনাড়ুর বিজয়ন্তীমালা বালি, বিহারের সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক (মরণোত্তর), তামিলনাড়ুর পদ্ম সুব্রহ্মনিয়ম।
এবছর ৩৪ জনকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। এক বিদেশিকেও পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে ফক্সকনের সিইও তাইওয়ানের বাসিন্দা ইয়ুং লিউ এই সম্মান পেয়েছেন।