‘এক দেশ, এক ভোট’-এর বিরোধিতায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী!
‘এক দেশ, এক ভোট’ (One Nation, One Election) প্রস্তাবের সরাসরি বিরোধিতা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এ প্রসঙ্গে নিজের যুক্তি দিয়ে কেন্দ্র সরকারের উচ্চপদস্থ আধিকারিক ডক্টর নীতেন চন্দ্রকে চিঠি লিখেছেন। সেখানে তিনি সবিস্তারে নিজের আপত্তির কথা জানিয়েছেন। তাঁর সোজাসুজি বক্তব্য, এই প্রস্তাব সংবিধান ও গণতন্ত্র পরিপন্থী। কেন্দ্রের এই প্রস্তাবের সঙ্গে তিনি একমত নন!
চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী লিখেছেন, ”কেন্দ্রের এই প্রস্তাব আমি মেনে নিতে পারছি না। কারণ, আমি মনে করি, ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাব কার্যকর করার অর্থ গণতন্ত্রের আড়ালে একটি একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করা হচ্ছে ,আমি বরাবর এর বিরোধী ।
এনিয়ে তার আরও যুক্তি, ”এক দেশ, এক ভোট-এর প্রস্তাব কার্যকর করতে গেলে একটি একক নির্বাচনী কাঠামো তৈরি করা দরকার। এছাড়া বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে বিধানসভা নির্বাচনে নির্বাচিত রাজ্যের সরকারের মেয়াদ তড়িঘড়ি কমে যাবে। তবে কি তারা নির্বাচিত সরকার ভেঙে নতুন করে নির্বাচনের পথে হাঁটবে কি ?
কেন্দ্রীয় সরকারে কোনও কারণে যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, তাহলে তার প্রভাব কেন রাজ্যগুলির উপর পড়বে। এ প্রসঙ্গে তিনি ১৯৫২ সাল পর্যন্ত একসঙ্গে নির্বাচন হওয়ার প্রসঙ্গও উত্থাপন করেছেন। তিনি বলেন সেই সময় থেকে আজকের সময় অনেকটা আলাদা। প্রত্যেক রাজ্যের নিজস্ব কাঠামো, রাজ্য-কেন্দ্রের সরকারের মধ্য়ে সমন্বয় – এসব অনেককিছুই বদলে গিয়েছে।
তাই এই বর্তমান সময়ে ‘এক দেশ, এক ভোট’ (One Nation, One Election) কার্যকর করলে তা গণতান্ত্রিক কাঠামোর পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর !