দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে জোটে জোর দিয়ে কি বললেন নরেন্দ্র মোদী !
নরেন্দ্র মোদী ভোটে জিতে উঠে ‘জয় জগন্নাথ’ বলে মঙ্গলবার বক্তৃতা শুরু করেন। এনডিএ তৃতীয় বার কেন্দ্রে সরকার গঠনের জাদুসংখ্যা পেরিয়ে যাওয়ার পর, মোদীর ৩৪ মিনিটের বক্তৃতায় ‘জয় শ্রীরাম’ একবারও শোনা যায়নি, যদিও রামমন্দিরের প্রসঙ্গ উঠেছে। বিজেপির পরিবর্তে তিনি এনডিএ জোটের উপর জোর দেন এবং তাঁর ভাষণে এনডিএ-র প্রসঙ্গ বারবার আসে। বিজেপি নেতা, কর্মী এবং সমর্থকদেরও ধন্যবাদ জানান তিনি।
ভোটপ্রচারে মোদী বারবার ‘৪০০ পার’ স্লোগান ব্যবহার করেন। তিনি এবং বিজেপি নেতৃত্ব দাবি করেছিলেন যে, বিজেপি একাই ৩৭০ আসন পেরিয়ে যাবে। লোকসভায় এই দাবি করেছিলেন মোদী, কিন্তু মঙ্গলবার রাতের খবর অনুযায়ী, বিজেপি ২৪০ আসনে আটকে গেছে এবং এনডিএ ৩০০ আসন পার করতে পারেনি। ফলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারছে না এবং মিলিজুলি সরকার গঠনের দিকে যেতে হচ্ছে। অনেকের মতে, এই কারণেই মোদী বিজেপির থেকে এনডিএ-এর উপর বেশি জোর দিয়েছেন।
মোদীর বক্তৃতায় দেশের উন্নতি, অর্থনীতি এবং বিকাশের প্রসঙ্গ আসে। তাঁর সরকারের জনকল্যাণমূলক প্রকল্প এবং সেগুলি থেকে উপকৃত মানুষের পরিসংখ্যান তিনি তুলে ধরেন। মোদী বলেন, তৃতীয় বার এনডিএ-র সরকার গঠন নিশ্চিত এবং মানুষ বিজেপি এবং এনডিএ-র উপর পূর্ণ বিশ্বাস রেখেছে। এনডিএ-র জয়কে তিনি ‘গণতন্ত্রের জয়’ বলে অভিহিত করেন।
মোদী বলেছেন, “১৯৬২ সালের পর এই প্রথম কোনও জোট টানা তিন বার সরকার গঠনের পথে। তৃতীয় বারের এনডিএ-র আশীর্বাদের সামনে আমি মাথা নত করি। এনডিএ সরকার নানা প্রকল্প চালু করে দেশের উন্নতি সাধন করেছে। ২৫ কোটি মানুষকে আমরা দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছি। দারিদ্র্য যতদিন না দেশ থেকে দূর হচ্ছে, ততদিন আমরা থামব না। প্রতিটি ক্ষেত্রে আমরা অগ্রগতি করেছি। তৃতীয় বৃহত্তম অর্থনীতিক দেশ গঠনের লক্ষ্যে এনডিএ সরকার অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাবে।” এছাড়াও তিনি ভবিষ্যতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার প্রতিজ্ঞা করেছেন।
লোকসভা নির্বাচনের সাথে চার রাজ্যের বিধানসভা নির্বাচনও হয়েছে। এই নির্বাচনে বিজেপি এবং এনডিএ উভয়ই জয়লাভ করেছে। ওড়িশায় প্রথমবার বিজেপি সরকার গঠনের পথে এবং অন্ধ্রপ্রদেশে এনডিএ জয়ী হয়েছে। মোদী সব জোটসঙ্গীদের ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, “বিরোধীরা একজোট হয়েও বিজেপির চেয়ে বেশি আসন জয় করতে পারেনি।” তিনি কংগ্রেসের উপর কটাক্ষ করে বলেছেন, “চার রাজ্যের বিধানসভায় কংগ্রেসের জামানত জব্দ হয়েছে।” এবং দেশের উন্নতির জন্য সকল বিরোধীদের সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।