মানুষ স্লোগান নয়, কাজ চায়! আশাকরি বিরোধীরা সংসদে সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করবে! আশ্বাস মোদীর!
তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, দায়িত্ব তিনগুণ বেড়েছে। তিনি বলেন যে সকলের মতামত নিয়েই সরকার চালাবেন। সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে, যা সকাল ১১টায় বসবে। মোদী দিল্লি থেকে ভাষণ দিয়ে জানান যে নতুন বিশ্বাস ও উদ্যম নিয়ে অধিবেশনের কাজ শুরু হবে। তাঁর সরকার সহমতের ভিত্তিতে কাজ করবে।
এবারের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। জোটের নেতৃত্বে ২৯২টি আসন পেলেও বিজেপি এককভাবে ২৪০টি আসন পেয়েছে। অন্যদিকে, কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ২৩৩টি আসন পেয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিজেপি নমনীয় হতে বাধ্য হয়েছে এবং শরিক দলগুলির সাহায্যে সরকার গঠন করেছে। মোদী জানান যে জোট সরকার পারস্পরিক সহমতের ভিত্তিতে কাজ করবে।
অধিবেশনের আগের ভাষণে মোদী ইন্দিরা গান্ধীর আমলের কংগ্রেস সরকারের জরুরি অবস্থা জারির ঘটনাকে অন্ধকার অধ্যায় বলে চিহ্নিত করেন। তিনি বিরোধীদের প্রতি আশা প্রকাশ করেন যে তারা সংসদে তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে এবং জানান যে মানুষ কাজ চায়, স্লোগান নয়।
সোমবার লোকসভায় নরেন্দ্র মোদী সাংসদ হিসেবে শপথ নিয়েছেন। তাঁর মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও ধারাবাহিকভাবে শপথ গ্রহণ করেছেন। প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাব শপথ গ্রহণের প্রক্রিয়া পরিচালনা করেছেন। সকালে তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রোটেম স্পিকার হিসেবে নিজেও শপথ নিয়েছেন। লোকসভায় সাংসদদের শপথ গ্রহণ মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে। মোদী ২ বা ৩ জুলাই লোকসভার বিতর্কে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
মোদীর ভাষণের পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে লোকসভার প্রথম অধিবেশন আরম্ভ হয়েছে। প্রোটেম স্পিকার মোদীকে লোকসভার নেতা হিসেবে ঘোষণা করেন। এছাড়াও, ওয়েনাড়ের সাংসদ পদ থেকে রাহুল গান্ধীর ইস্তফা তিনি গ্রহণ করেছেন।