মধ্যবিত্তকে নতুন বছরের উপহার মোদি সরকারের! সুদের হার বৃদ্ধিতে বিরাট লাভ !
নতুন বছরে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মানুষের জন্য উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের জন্য নতুন সুদের হার ঘোষণা করেছে। এদিন এসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার পরিবর্তন করেছে। এই নতুন সুদের হার নতুন বছরের ১লা জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার সুকন্যা সমৃদ্ধির সুদের হার ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৮.২শতাংশ করেছে।
সুকন্যা সমৃদ্ধির (SSY )সাথে সাথে কেন্দ্রীয় সরকার ৩ বছরের আমানতের সুদের হারও বাড়িয়েছে। সুদ বৃদ্ধির আগে সরকার ৩ বছরের আমানতে ৭ শতাংশ সুদ দিত, যা এখন বৃত্ত্বি পেয়ে ৭.১ শতাংশ করা হয়েছে। সরকার পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ PPF -এর সুদের হারে কোনও পরিবর্তন করেনি। কেন্দ্রীয় সরকার ১ বছরের আমানতের সুদের হারও বাড়ায়নি। দুই বছরের আমানতে সুদের হার বৃদ্ধি করেনি। আগের মতো এবারও ৭ শতাংশ সুদ পাবেন গ্রাহকরা। এক বছরের আমানতে গ্রাহকদের আগের মতোই ৬ দশমিক ৯ শতাংশ সুদ প্রদান চালু রাখবে সরকার।
এদিকে ৫ বছরের আমানতে, গ্রাহকরা আগের মতোই ৭.৫ শতাংশ সুদ পাবেন।এতে কোনও পরিবর্তন করা হয়নি ।আরও অনেকগুলি স্কিম রয়েছে যেখানে সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি। মাসিক ইনকাম অ্যাকাউন্ট স্কিম,সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম,ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট,কিষাণ বিকাশ পত্র,পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম, এতে অন্তর্ভুক্ত রয়েছে।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেও সুদের হার হবে আগের মতো ৮.২ শতাংশ, মাসিক ইনকাম অ্যাকাউন্ট স্কিমে সুদের হার ৭.৪ শতাংশ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সুদের হার ৭.৭ শতাংশ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে ৭.১ শতাংশ এবং কিষাণ বিকাশ পত্রে ৭.৫ শতাংশ সুদ চালু রাখবে কেন্দ্রীয় সরকার।